কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মণিপুরি সমাজ কল্যাণ সমিতির নির্বাচন শুক্রবার
বাংলাদেশের মণিপুরি সমাজের প্রতিনিধিত্বকারী অভিভাবক সংগঠন মণিপুরি সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির কার্যকারী পরিষদের নির্বাচন ১৪ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনের প্রার্থীরা এ উপলক্ষে প্রচারণা, ব্যানার, পোস্টার, লিফলেট বিলিসহ ভোটারের বাড়ি-বাড়ি গিয়ে ভোট প্রার্থনা ও আশীর্ব্বাদ কামনা করছেন। মণিপুরি অধ্যুষিত গ্রামে-গ্রামে মণিপুরি সমাজের মাঝে বর্তমানে ভোটের আমেজ বিরাজ করছে।
প্রতিদ্বন্ধীতাপূর্ণ এ নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ (চেয়ার) ও সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা প্রতাপ চন্দ্র সিংহ (শঙ্খ), সাধারণ সম্পাদক পদে কমলা বাবু সিংহ (দেয়াল ঘড়ি) , সাবেক ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহ (প্রজাপতি) ও ডা. শরদিন্দু সিংহ (করতাল) প্রতীক।
সহ সভাপতি পদে সাবেক সহ সভাপতি স্বপন কুমার সিংহ ( প্রাইভেট কার), রনজু সিংহ (ফুটবল) ও লক্ষী নারায়ণ সিংহ (পদ্মফুল) প্রতীক নিয়ে ৩ টি পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
সংগঠনের মোট ১৫ টি পদের অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।
মণিপুরি সমাজ কল্যাণ সমিতি সমাজসেবা অধিপ্তর কর্র্তক রেজিস্ট্রেশনপ্রাপ্ত বাংলাদেশে বসবাসরত মণিপুরি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বশীল একটি সামাজিক সংগঠন। প্রতি ৩ বছর পর পর সংগঠনের গঠনতন্ত্র ও সাধারণ সভার সিদ্বান্ত অনুসারে সরাসরি সদস্যদের ভোটে কার্যকারী পরিষদ গঠিত হয়ে থাকে। বাংলাদেশে বসবাসরত মণিপুরি জনগোষ্ঠী, বিশেষ করে সিলেট বিভাগের ছাতক, সুনামগঞ্জ, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, সিলেট সদরের মাছিমপুর, হবিগঞ্জের চুনারুঘাট বিশগাঁও, বড়লেখা, জুড়ি, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জের সমিতির নিবন্ধিত প্রায় ৩২০০ সদস্য ভোট প্রদান করবেন।
নির্বাচনে ৬ ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার নির্বাচন পরিচালনার জন্য ২২ কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। সকল নির্বাচনী এলাকার উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি সহ গগণ্যমান্য ব্যাক্তিবর্গকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ।
তরুণ সমাজের নতুন ভোটার নিরঞ্জন সিংহ, নিতু সিনহা, নিপা সিনহা বলেন, সমাজের কল্যাণে নতুন ভোটার হিসাবে আমরা উচ্ছ্বসিত, গণতান্ত্রিক ধারায় প্রত্যক্ষ ভোট প্রদান করব তাই। মোট ৬ ভোট কেন্দ্রে সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’