নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১২:৪৪, ১৫ জুন ২০২৪
মৌলভীবাজারে টানা বৃষ্টিতে ঈদ আনন্দে ভাটা
বৃষ্টির থাকায় ঈদের আগেও সড়কে দেখা যাচ্ছে না যানবাহনের ভিড়। ছবি- আই নিউজ
কোরবানির ঈদের বাকি আর মাত্র এক দিন। কিন্তু, গত তিন চার দিন ধরে চলমান টানা বৃষ্টিতে মৌলভীবাজারে ঈদ ব্যস্ততা ও আনন্দে যেন ভাটা পড়েছে। সেভাবে জমে ওঠেনি সদর উপজেলায় বসা দুই পশুর হাটও। বৃষ্টির কারণে বের হতে পারছেন না বেশিরভাগ মানুষ।
শনিবার (১৫ জুন) সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এর আগে শুক্রবার ও বৃহস্পতিবারও বৃষ্টি হয়েছে থেমে থেমে সারা দিন। এতে করে ঈদের কেনাকাটা করতে বেরোতে পারেননি ক্রেতারা। বৃষ্টি মাথায় নিয়েই কেউ কেউ শপিং করতে আসলেও বৃষ্টির কারণে পড়তে হচ্ছে বিপাকে। অপরদিকে, বৃষ্টির কারণে কাঁদা হওয়ায় পশুর হাটে যাওয়ার আগ্রহও কমে যাচ্ছে অনেকের।
সাধারণত, ঈদের পাঁচ থেকে সাতদিন আগেই মৌলভীবাজার সদরে শুরু হয়ে যায় ঈদের ব্যস্ততা। কেনাকাটা আর মানুষের সমাগমে মুখর হয়ে ওঠে শহরের শপিং মল, কাপড়ের দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো। কিন্তু, কোরবানির ঈদের আগে টানা বৃষ্টিতে ঈদের এই আনন্দে অনেকখানি ভাটা পড়েছে।
বৃষ্টি মাথায় নিয়েই সন্তানদের জন্য কাপড় কিনতে আসা বাবুল হোসেন বলেন, এইরকম বৃষ্টির দিনে বের হওয়া যন্ত্রণার কাজ। কিন্তু, কী করা বাচ্চাদের জন্য ঈদের জামা কেনার জন্য এই বৃষ্টির মধ্যেও আসতে হয়েছে। বৃষ্টির কারণে বাচ্চা, পরিবারকে নিয়ে আসতে পারিনি।
জয়নাল মিয়া নামের এক গরু ব্যবসায়ীর সাথে আলাপ হয় চাঁদনীঘাটে বসা পশুর হাটে। ঈদের আগে দুই তিন ধরে চলা এই বৃষ্টি তাঁর জন্যও যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এরকম বৃষ্টি দিলে আসলে রাগই হয়। এমনিতেই এবছর গরুর ক্রেতা কম আসছে বাজারে। তার ওপর এই বৃষ্টির কারণেও মানুষ বাজারে আসছে না। ঈদ পর্যন্ত এভাবে বৃষ্টি চললে গরু বিক্রি করতে পারব কি না তা নিয়ে চিন্তায় আছি।
এবছর বর্ষা আসার আগেই আকাশে বেড়েছে মেঘের আনাগোনা। বৃহস্পতিবার থেকে সিলেটে ঝরছে অঝোর ধারার বৃষ্টি। ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া এনিয়ে উদ্বিগ্ন অনেকেই। আবহাওয়াবিদরা বলছেন, ঈদের আগে ও পরে মিলিয়ে তিন দিন দেশের উত্তরপূর্ব ও উত্তরপশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। রাজধানী ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঈদের পরেও সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে।
আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, শনিবার (১৫ জুন) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে এই সময়েও চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’