আই নিউজ প্রতিবেদক
আপডেট: ১৯:৩৫, ১৬ জুন ২০২৪
কাগাবলা পশুর হাটে কম দামে সুন্দর গরু
পশুর হাটে ঈদের আগেরদিন দেখা গেছে অসংখ্য ক্রেতাদের ভিড়। ছবি- আই নিউজ
রোববার রাত পোহালেই বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা। ঈদকে ঘিরে জমে ওঠেছে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় বসা কোরবানির পশুর হাট। জেলা সদরের কাগাবলা পশুর হাটে ঈদের আগেরদিন দেখা গেছে অসংখ্য ক্রেতাদের ভিড়। কম দামে সুন্দর গরু পেতে অনেকেই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন কাগাবলা পশুর হাটে।
রোববার (১৬ জুন) ঈদের আগের দিন সরেজমিনে কাগাবলা বাজার ঘুরে এই চিত্র দেখা যায়। কাগাবালা বাজারে অসংখ্য দেশী জাতের সুন্দর সুন্দর গরু নিয়ে ওঠেছেন স্থানীয় খামারি ও গরুর মালিকরা। হাটে ওঠা পারিবারিকভাবে পালিত গরুর সংখ্যাও কম নয়। কাছে ও দূরের নানা গ্রাম থেকে কৃষক ও গরুর মালিকরা ঘরোয়াভাবে পালন করা এসব গরু নিয়ে এসেছেন বাজারে। ক্রেতাদের ঝোঁকও ছোট আর আকারে সুন্দর এসব গরুর দিকেই বেশি।
নবীগঞ্জ উপজেলার দিনারপুর পাহাড়ি এলাকার বাসিন্দা নজির আলী নিজের গরু নিয়ে এসেছেন কাগাবলা পশুর হাটে। এখানে জমজমাট গরুর বাজার দেখে খুশি এই গরু বিক্রেতা। যদিও দামে তিনি কিছুটা নাখোশ বলেই জানালেন। নজির আলী বলেন, কাগাবলা গরু বাজারে অনেক গরু উঠেছে। ছোট আকারের সুন্দর গরুর প্রতিই আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। আমিও আমার গরু নিয়ে এসেছি। তবে, কাগাবলা বাজারে অন্য বাজারের তুলনায় এবছর গরুর দাম অনেক কম। আমার গরু যদি আমি মৌলভীবাজার সদর উপজেলার স্টেডিয়াম সংলগ্ন পশুর হাটে নিয়ে গেলে আরও বেশি দাম পাওয়া যেতো।
ক্রেতাদের সঙ্গে আলাপ করলে তারাও জানান কাগাবলা বাজারে কম মূল্যে মিলছে ছোট দেশী জাতের সুন্দর সুন্দর গরু। কাওছার আহমদ নামের এক ক্রেতা বলেন, অনেক পশুর হাট ঘুরে কাগাবালা বাজারে এসে মনমতো গরু পেয়েছি। দামও অনেক কম আর সব গরুই এখানকার স্থানীয়। যেকোনো গরু মাত্র ৫০০ টাকা হাসিলে ক্রয় করা যাচ্ছে।
কাওছার আরও বলেন, কাগাবলা বাজারে যে গরু বিক্রি হচ্ছে ৭৫-৭৬ হাজার টাকায় একই আকারের ও ওজনের গরু দিঘীরপাড় বাজারে বিক্রি হচ্ছে ৯০-৯৫ হাজার টাকায়। আর স্টেডিয়ামের পশুর হাটে বিক্রি হচ্ছে এক লাখ টাকার ওপরে। কাগাবলায় এ তুলনায় অনেক কম দামেই গরু মিলছে।
কাগাবলা গরুর বাজার ঘুরে দেখা যায়, বাজারে অন্যান্য গরুর তুলনায় দেশীয় জাতের ছোট গরুর সংখ্যাই বেশি। বাজার জুড়ে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে গরুগুলোকে। এসব গরুর বেশিরভাগই এসেছে আশেপাশের গ্রাম এলাকা থেকে। তবে, কেউ কেউ অনেক দূরের উপজেলা থেকেও গরু বিক্রির আশায় এই বাজারে গরু নিয়ে এসেছেন।
বাজারের ইজারাদার দুলাল আহমদের সাথে আলাপ করলে তিনি আই নিউজ প্রতিবেদককে বলেন, গেল দুই দিন ধরে কাগাবলা বাজারে প্রচুর গরু বিক্রি হচ্ছে। আমাদের এখানে চাহিদানুযায়ী গরু পাওয়া যাচ্ছে সস্তায়। তাছাড়া, যেকোনো গরু কিনলে হাসিল ১ হাজার টাকা নির্ধারণ করা হলেও ক্রেতাদের কাছ থেকে রাখা হচ্ছে ৫০০ টাকা। এতে ক্রেতারাও খুশি হয়ে পশু কিনে নিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, আগামীকাল রোববার (১৭ জুন) বাংলাদেশে পালিত হবে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঈদকে ঘিরে চলছে শেষ মুহুর্তের বাজার। সময় ঘনিয়ে আসার সাথে সাথে পশুর হাটগুলোতে বাড়ছে ক্রেতাদের সংখ্যাও। এবছর মৌলভীবাজারে কোরবানির পশুর সঙ্কট থাকলেও, কোরবানিদাতাদের চাহিদা মেটাচ্ছে দেশী জাতের স্থানীয় গরু। বিদেশী গরুর চেয়ে এবছর ক্রেতারা দেশি গরুর প্রতিই ঝোঁকছেন বেশি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’