কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়ায় ‘চেইন স্মোকার’ সেই কর্মকর্তার বিরুদ্ধে `অ্যা/কশন` শুরু
ছবিতে কার্যালয়ের ভেতরে প্রকাশ্যে ধূমপান করা সেই কর্মকর্তা।
অফিসে বসেই চেইন স্মোকারের মতো প্রকাশ্যে একের পর এক ধূমপান করার অভিযোগে সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কার্যালয়ের প্রকৌশলী তারেক বিন ইসলামকে কৈফিয়ত তলব করেছে এলজিইডির জেলা কার্যালয়।
রোববার (৩০ জুন) বিকেলে উপজেলা প্রকৌশলীকে চিঠি দিয়ে তার কাছে কৈফিয়ত তলব করেন এলজিইডির জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ।
কৈফিয়ত তলবে নির্বাহী প্রকৌশলী উল্লেখ করেন, সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে অফিসে বসেই চেইন স্মোকারের মতো প্রকাশ্যে একের পর এক ধূমপান করার খবর প্রকাশিত হয়। যা চরম অবহেলা, অনীহা, উদাসীনতা ও দুর্নীতির সামিল। এটি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর ৩(খ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। কর্তৃপক্ষের নিয়মনীতি তোয়াক্কা না করেই নিজের খেয়াল খুশিমতো কাজ করছেন। আগামী ৭ দিনের মধ্যে নির্বাহী প্রকৌশলীর কাছে কৈফিয়ত না দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও কৈফিয়ত তলবে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি অফিসে বসেই উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলামের সিগারেট খাওয়ার একটি ভিডিও গণমাধ্যম কর্মীদের হাতে আসে। ভিডিওতে দেখা যায়, অফিসের চেয়ারে বসে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে ধূমপান করছেন তারেক বিন ইসলাম। এ সময় তার সামনে ছিলেন দুজন সেবাগ্রহীতা নারী। তিনি এক হাতে সিগারেট টানছেন, অন্য হাতে ফাইল সই করছেন। প্রতিদিনই সরকারি অফিসে বসে একের পর এক ধূমপান করেন এ কর্মকর্তা। মূলত, অফিসের বড় কর্মকর্তা হিসেবে অফিসে বসেই ধূমপান করেন তিনি। এতে দুর্গন্ধে তার কক্ষে যাওয়া কষ্টকর হয়ে ওঠে সেবাগ্রহীতাদের জন্য। অফিসে যত লোকই থাকুক না কেনো- তিনি সবার সামনেই ধূমপান করেন বলে জানান সেবাগ্রহীতারা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’