নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
গৃহস্থালী তৈজসপত্রের জন্য আজও জনপ্রিয় রাজনগরের টেংরাবাজার

টেংরা বাজারে বেতের তৈরি তৈজসপত্র নিয়ে বসেছেন এক দোকানি। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের টেংরাজাবাজার, রাজনগর উপজেলার এই বাজারটির যাত্রা শুরু হয়েছিল সেই বৃটিশ আমলে। সেই থেকে শতাধিক বছর ধরে প্রতিদিন লোকসমাগমে মুখর হয় টেংরাবাজার। নানা ধরনের নিত্য প্রয়োজনীয় আসবাব, তৈজসপত্রের সমাহার নিয়ে আজও আশেপাশের এলাকার সাধারণ মানুষের নিত্যদিনের অংশ হয়ে আছে এই টেংরাবাজার।
রাজনগরের টেংরা ইউনিয়নে অবস্থিত বাজারটির আদ্যোপান্ত। রাজনগর একটি গ্রামীণ এলাকা। তাই সপ্তাহের প্রতি রোববার টেংরাবাজারে আসলে পাওয়া যায় পুরোনো সেই হাট বাজারের ছাপ। ছোট ছোট মুদির দোকান, তৈজসপত্রের দোকানকে ঘিরে দেখা মেলে গ্রামের মানুষদের ব্যতিব্যস্ততা। এই বাজারে অনেকেই ছুটে আসেন বাঁশ, বেত, মাচা দিয়ে তৈরি কৃষি ও গৃহস্থালী কাজে তৈরি বিভিন্ন তৈজসপত্র।
এসবের মধ্যে রয়েছে মই, টুকরি, মাছ ধরার ছাই, সেঁওতি, বেতের মাচা, কাকরাইন, মাথার ছাতা, কোলা, ঝাকা, পাটি, মাছ ধরার ডরির মতো বিলুপ্ত প্রায় তৈজসপত্র অন্যতম। টেংরা বাজারে এগুলো ছাড়াও গরু, ছাগল, দেশীয় হাস-মোরগ, কবুতরও পাওয়া যায় সুলভ মূল্যে। পাশাপাশি পাওয়া যায় দা, বটি, কাস্তে, নিড়ানি, গৃহপালিত পশুদের জন্য ব্যবহৃত নানা আসবাব।
টেংরা বাজারটি মোট চার দশমিক ৪৭৭ হেক্টর জায়গা নিয়ে বিস্তৃত। এর নামকরণ সম্পর্কে জনশ্রুতি আছে, প্রাচীনকালে টেঙ্গু রাজা নামে একজন রাজা ছিলেন এই অঞ্চলে। সেই টেঙ্গু রাজার নামের সাথে মিল রেখে নামকরণ হয় টেংরা ইউনিয়ন। আর সেই ইউনিয়নের বাজারের নাম পড়ে টেংরা বাজার। যদিও এই নামকরণ নিয়ে এই তথ্য নিশ্চিত নয়।
মানুষের কাছে বাজারটি পরিচিত নিত্য প্রয়োজনীয় জিনিসের কারণে। অনেকে দূরের উপজেলা থেকেও রোববারে বসা টেংরা বাজারে আসেন প্রয়োজনীয় পণ্য কিনে নিতে। নানান এলাকা থেকে আগত ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে রোববারের টেংরাবাজার হয়ে ওঠে যেন এক মিলনমেলায়। বেচাবিক্রির ব্যস্ততা নজর কাড়ে শিল্পী মনের।
এই বাজারকে ঘিরে অনেকের রয়েছে অনেক স্মৃতি, যা এখনো মনে পড়লে তারা হারিয়ে যান এই বাজারে। বাজারের সামনেই রয়েছে একটি মাজার শরীফ। এখানেও দেখা মেলে আগত দুয়েকজন ভক্তবৃন্দের। এই মাজারের পাশ দিয়েই বাজারের ঢুকার রাস্তা।
রাজনগরের টেংরাবাজার শত বছরের ঐতিহ্যবাহী একটি বাজার। এখানে এখনো বার মেনে সপ্তাহে একদিন হাট বসে। হাট ঘিরে জমজমাট হয়ে ওঠে গোটা বাজার এলাকা। মানুষের সরব উপস্থিতি, ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক মনে করিয়ে দেয় চিরায়ত বাংলার স্বর্ণালী সেইসব দিনের কথা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’