মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ জন আটক
পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৩ জন।
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং কুলাউড়া থানার পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ জনকে আটক হয়েছে। এসব অভিযানে মোট ২৩০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
এরমধ্যে কুলাউড়া থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আবুল কালাম ফজলু (২৭) এবং আশিদ আলী (২৫) এবং মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৩০ পিস ইয়াবাসহ সামছুল হক জুয়েল (৪৮) নামে একজনকে আটক করা হয়।
গতকাল শনিবার (০৬ জুলাই) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, কুলাউড়া থানা এসআই আতাউর রহমানের নেতৃত্বে কুলাউড়া পৌরসভার চাতলগাঁও এলাকার পালকি কমিউনিটি সেন্টারের সামনে থেকে দুইজনকে আটক করা হয়। এসময় ঘটনাস্থলে আটক ব্যক্তিদের কাছে ২০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট এবং একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
অন্যদিকে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অপর এক অভিযানে সামছুল হক জুয়েলকে (৪৮) আটক করা হয়। ০৬ জুলাই রাতে মৌলভীবাজার পৌরসভার লেইক রোড এলাকা থেকে জুয়েলকে আটক করা হয়। এসময় তার প্যান্টের পকেট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সামছুল হক জুয়েল মৌলভীবাজার শহরের আরামবাগ এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ৭ টি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এসব ঘটনায় কুলাউড়া ও মৌলভীবাজার সদর থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’