নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে মোট জনসংখ্যার ৭৪ ভাগ মুসলমান, ২৪ ভাগ হিন্দু
প্রতীকী ছবি
মুসলান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নৃ-গোষ্ঠী সকলে মিলে মিশে শত বছর ধরে মৌলভীবাজারকে এক শান্তির জনপদ হিসেব গড়ে তুলেছেন। এই জেলায় কোন ধর্মে কত শতাংশ লোক আছেন সেটা জানাল সরকারের পরিসংখ্যা ব্যুরো। সবচেয়ে বেশি মুসলমান, তারপর হিন্দু। তারপর খ্রিস্টান।
মৌলভীবাজারে সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে রয়েছে সৌহার্দ্য-সম্প্রীতি। এখানে একে অপরের বিপদে-আপদে, সুখে-দুঃখে, প্রয়োজনের সময় পাশে দাঁড়ান। মিলেমিশে উৎসব উদযাপন করেন।
সম্প্রতি মৌলভীবাজারের ধর্মভিত্তিক জনসংখ্যার তথ্য প্রকাশ করেছে জেলা পরিসংখ্যান কার্যালয়। যেখানে জেলায় বসবাসরত নানা ধর্মের মানুষের অনুপাত তোলে ধরা হয়েছে। এতে দেখা যায় ধর্মভিত্তিক অনুপাতে জেলায় সবচেয়ে বেশি আছেন মুসলমানরা। এরপরেই অবস্থান হিন্দু ধর্মাবলম্বীদের।
মৌলভীবাজারের জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর জেলা রিপোর্টের তথ্য অনুযায়ী মৌলভীবাজার জেলায় বর্তমানে মোট জনসংখ্যার ৭৪ দশমিক ৬৫ শতাংশ মানুষই মুসলমান ধর্মালম্বী। আর জেলায় হিন্দু ধর্মালম্বী মানুষ রয়েছেন ২৪ দশমিক ৪৫ শতাংশ।
এছাড়াও, খ্রিস্টান ধর্মাবলম্বী শূন্য দশমিক ৮৪ শতাংশ, বৌদ্ধ শূন্য দশমিক ০১ শতাংশ এবং অন্যান্য ধর্মাবলম্বীর শূন্য দশমিক ০৫ শতাংশ মানুষ রয়েছেন মৌলভীবাজার জেলায়।
রিপোর্টের তথ্য অনুযায়ী মৌলভীবাজার জেলার মোট জনসংখ্যা ২১ লাখ ২৩ হাজার ৩৪৯ জন। এরমধ্যে গ্রামে বসবাস করেন ১৮ লাখ ২৬ হাজার ২৫৭ জন এবং শহরে বাস করেন ২ লাখ ৯৭ হাজার ৯২ জন।
জেলায় জনসংখ্যার অনুপাতে মুসলমান এবং হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে বিশাল তফাৎ থাকলেও সমাজজীবনে এই জেলার মানুষ এখনো সহনশীল এবং অসাম্প্রদায়িক। জেলার বেশিরভাগ মানুষ মুসলমান হলেও এখানে সকল ধর্মের মানুষই তাদের নিত্যকার ধর্ম পালন করর যাচ্ছেন নির্বিঘ্নে, দ্বন্ধ-সংঘাতহীনভাবে। অসাম্প্রদায়িক মনোভাবের কারণে এখনো জেলায় হিন্দু-মুসলমান নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করে যাচ্ছেন অনায়াসে। এ নিয়ে নেই রাজনৈতিক দ্বন্ধও।
মৌলভীবাজারে মুসলমানদের ঈদ-রমজানসহ নানা উৎসবে যেমন থাকে উৎসাহ, উদ্দীপনা তেমনি হিন্দুদের পূজাপার্বণ ও ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষের নানা উৎসবকে ঘিরেও থাকে ব্যাপক আয়োজন। কমলগঞ্জে মনিপুরীদের সবচেয়ে বড় রাসনৃত্য, কমলগঞ্জে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব কিংবা মুসলমান ও হিন্দুদের ঈদ-পূজা; সব আয়োজন-উৎসবেই মৌলভীবাজারে পাওয়া যায় অসাম্প্রদায়িক ঐক্যের নিদর্শন।
নানা ধর্মের মানুষ মিলে অসাম্প্রদায়িক মেলবন্ধনের নানা নিদর্শন রয়েছে এই মৌলভীবাজার জেলায়। এরমধ্যে জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুরের একটি কবরস্থান উল্লেখযোগ্য। যেখানে মুসলমান-হিন্দু-খ্রিস্টান নির্বিশেষে সকলের শেষকৃত্য/দাফন করা হয়ে থাকে। এলাকার সব ধর্মের সকলে মিলে একই স্থলে দাফন-কাফনের এমন অসাম্প্রদায়িক দৃষ্টান্ত দেশে বিরল।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’