নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
শত বছরের ঐতিহ্যবাহী মৌলভীবাজারের সরকার বাজার
সরকার বাজারের একাংশের চিত্র। ছবি- আমির মিয়া
সরকার বাজার, মৌলভীবাজার-সিলেট সড়কের দুইপাশ ঘিরে গড়ে ওঠা ব্যস্ততম একটি বাজার। মৌলভীবাজার সদর থেকে ১৯ কিলোমিটার দূরত্বের এই বাজারের বয়স শতাধিক বছর। বর্তমানে সরকার বাজার নানা ধরণের দ্রব্যপণ্য আর লোক সমাগমের কেন্দ্রবিন্দু থাকলেও এর রয়েছে সুদীর্ঘ ইতিহাস। বৃটিশ আমলের জমিদারি স্টেটের একটি ছোট্ট পাড়া থেকে সরকার বাজার হয়ে ওঠার গল্পই জানাবো আজ।
মৌলভীবাজার সদর উপজেলায় অবস্থিত সরকার বাজারের গোড়াপত্তন হয় বৃটিশ পিরিয়ডে একজন জমিদারের হাত ধরে। সেসময় অত্র এলাকা সরকার পাড়া নামেই পরিচিত ছিল। আজকে যেখানে সরকার বাজার গড়ে ওঠেছে, তাঁর পুরোটাই ছিল সেই জমিদারের শাসনাধীন। জমিদার এলাকার নাম রেখেছিলেন সরকার পাড়া। শত বছর আগের সেই সরকার পাড়াই কালের বিবর্তে আজ ব্যস্ততম সরকার বাজারে রূপ নিয়েছে। সরকার বাজারের গোড়াপত্তনের ইতিহাস এখনো এই অঞ্চলের বৃদ্ধের মুখে শুনতে পাওয়া যায়।
বর্তমানে সরকার বাজার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য একটি সরগরম বাজার। প্রতিদিন লাখো মানুষ এই বাজারে কেনাবেচা করেন। মূল সড়কের দুই পাশ দিয়ে গড়ে ওঠায় এই বাজারে যাতায়াত সুবিধাও অনেক সহজ। একসময় এই বাজারে ছিল নৌ যোগাযোগের ব্যবস্থাও। শেরপুর, ওসমানীনগরসহ আরও নানা এলাকা থেকে নৌকা দিয়ে মালামাল আসতো বাজারে। যদিও, এখন আর এই বাজারে নৌকা দিয়ে যাতায়াতের দৃশ্য তেমন একটা দেখা যায় না।
সরকার বাজারে নানা ধরনের দ্রব্য-পণ্য বিক্রি হয়। তবে, এই বাজারের গরুর নামডাক রয়েছে। অনেক জায়গা থেকে মানুষ গরু কেনার জন্য সরকার বাজারে আসেন। এছাড়াও এখানে স্থানীয় খালবিল-হাওর-নদী থেকে ধরে আনা মাছও পাওয়া যায় সুলভ মূল্যে। পাওয়া যায় গৃহস্থালী জীবনের নিত্যপ্রয়োজনীয় নানান জিনিসপত্র।
সরকার বাজার ব্যস্ত থাকে সকাল-সন্ধ্যা-রাত সবসময়। সড়কের পাশ ঘেষে গড়ে ওঠা এ বাজারে যেন বিরাম নেই এক মুহুর্তের জন্য। ক্রেতা-বিক্রেতাদের দর কষাকষি, হৈচৈয়ে প্রায় সবসময় মুখর থাকে বাজার প্রাঙ্গণ। সন্ধ্যার পর বাজারের চায়ের দোকানগুলোতে ভিড় জমে স্থানীয় মানুষদের। এখানকার অনেক মানুষের জীবনজীবিকার সাথে মিশে আছে এই বাজার। বৃটিশ আমল থেকে আজ পর্যন্ত অনেক পরিবর্তন হলেও, এলাকার মানুষের জীবনে এতটুকুও গুরুত্ব কমেনি সরকার বাজারের।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’