নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৮:০৪, ২৫ জুলাই ২০২৪
মৌলভীবাজারে কারফিউ পরিস্থিতি, গ্রেফতার ১১ জন
মৌলভীবাজারের সেন্ট্রাল রোডে টহলরত বিজিবির গাড়ি। ছবি- এম এ মোস্তফা
দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের জের ধরে জারি হওয়া কারফিউ ব্যবস্থা মৌলভীবাজারে আজও ছিল শিথিল। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ অবস্থা শিথিল ছিল। যদিও সন্ধ্যা ছয়টার পর থেকে আবার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ থাকবে বলে জানানো হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি মাইকিং ঘোষণায় তা জানানো হচ্ছে।
এদিকে, কোটা সংস্কার আন্দোলনের সময় মৌলভীবাজারে সহিং/সতার অভিযোগে ছয়টি মামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা আন্দোলনের আড়ালে শহরে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে ১১ জনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের জের ধরে সারাদেশের মতো মৌলভীবাজারেও কারফিউ জারি করে প্রশাসন।বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)সহ পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ধারাবাহিক টহলের মাধ্যমে জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেন। কারফিউর কারণে মৌলভীবাজারে প্রথম দুই দিন শহরে মানুষের উপস্থিতি ছিল কম। তবে, কারফিউ শিথিল করার পর থেকে ধীরে ধীরে বাড়ছে শহুরে মানুষের ব্যতিব্যস্ততা। স্বাভাবিক রূপে ফিরছে জনজীবন।
যদিও পরিস্থিতি বিবেচনায় এখনি কারফিউ তুলে নিচ্ছে না সরকার। বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলায় কারফিউ জারি থাকবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’