আই নিউজ প্রতিবেদক
ঘিলাছড়া জিরোপয়েন্ট : ফেঞ্চুগঞ্জের পর্যটনকেন্দ্র
ঘিলাছড়া জিরোপয়েন্ট এর প্রাকৃতিক সৌন্দর্য। ছবি- আমির মিয়া
প্রচলিত আছে, এ জায়গায় এক সময় প্রচুর গবাদিপশু পালন করা হতো। আর এজন্য এখানে দুধ হতে প্রচুর ঘি উৎপাদিত হত। সেজন্য এই এলাকাকে ডাকা হতো ঘি এর ছড়া। সেই নাম কালের বিবর্তনে বদলে গিয়ে আজ ঘিলাছড়ায় রূপ নিয়েছে। সিলেটের ফেঞ্চুগঞ্জ উজেলার ঐতিহ্যবাহী এই জনপদের রয়েছে নিজের স্বতন্ত্র ইতিহাস। আজকের দিনে ঘিলাছড়া জিরোপয়েন্ট সিলেটে আগত দেশি-বিদেশী পর্যটকদের জন্য এক সুপরিচত জায়গা।
১৯৬০ সালে একটি গ্রামীণ জনপদ হিসেবে যাত্রা শুরু হয় ঘিলাছড়ার। এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকির কোল ঘেঁষে গড়ে ওঠায় এ এলাকার রয়েছে ভাঙাগড়ার ইতিহাসও। যদিও বর্তমানে ঘিলাছড়ার রূপ-সৌন্দর্য দেখে যে কেউই মুগ্ধ হয়ে ফেরেন। এখান থেকে নৌকা কিংবা ওয়াটার বাস দিয়ে হাকালুকি হাওর ভ্রমণের যাত্রা শুরু হয়।
ঘিলাছড়ার বর্তমান জন পরিচিতি হাকালুকি হাওরকে ঘিরে। এই হাওরকে কেন্দ্র করে গড়ে ওঠেছে ঘিলাছড়ার সুন্দর প্রাকৃতিক পর্যটন। নানা জেলা-উপজেলা থেকে সিলেটে যারা হাকালুকি হাওর দেখতে আসেন, তাদের অনেকেই যাত্রা শুরু করেন ঘিলাছড়া সুন্দর, স্বচ্ছ রূপোলি জলের ঢেউখেলি দেখে দেখে। ঘাটে সারিবদ্ধভাবে বেঁধে রাখা ছোট ছোট নৌকা নিয়ে হাওরের বুকে ভেসে যান পর্যটকরা।
ছোট ছোট নৌকার পাশাপাশি ঘিলাছড়া জিরোপয়েন্টে সবসময় পাওয়া যায় একটি সুন্দর উড়োজাহাজের ডিজাইনে তৈরি ওয়াটার বাস। এই ওয়াটারে বাসে করে প্রতি ঘণ্টা ৬ হাজার টাকার বিনিময়ে হাওরের বুকে ঘুরেবেড়াতে পারেন পর্যটকরা। ওয়াটার বাস ছাড়া এখানে স্পিডবোট দিয়েও হাওর দর্শনের সুযোগ রয়েছে। এই স্পিডগুলো পর্যটক নিয়ে হাকালুকি হাওরের গভীরে নির্মিত ওয়াচটাওয়ার পর্যন্ত যাত্রা করে। এছাড়াও, ছোট ছোট হাতে চালানো নৌকা দিয়েও এখানে হাওর ভ্রমণ করা যায় অল্প খরচে।
ঘিলাছড়া জিরোপয়েন্ট পর্যটনকেন্দ্রের বাইরেও আঞ্চলিক যোগাযোগের জন্যও একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই পয়েন্ট থেকে কুলাউড়া, বড়লেখা, জুড়ী, বিয়ানীবাজার পর্যন্ত নৌকা দিয়ে যাতায়াত করেন এই অঞ্চলের মানুষজন। তাদের আসা যাওয়ার পথে বাজার সদাইর কাজ সারেন ঘিলাছড়ার বাজারে। এই পয়েন্ট দিয়ে হাকালুকি হাওরে ঘুরতে আসা পর্যটকরা এই বাজারে এসেই খাবার খান। এর জন্য বাজারে রয়েছে ছোটবড় বেশকিছু খাবারের দোকান।
ঘিলাছড়া জিরোপয়েন্ট সবচেয়ে বেশি সরগরম থাকে বর্ষার মৌসুমে। যখন হাওর আর সিলেট নদনদীর পানিতে ছেয়ে যায় চারপাশ, তখন যেন সৌন্দর্যের অপার ডালা মেলে ধরে ঘিলাছড়া। হাওরের রূপোলি জল, আর জলের ভেতরে প্রতিফলিত নীল আকাশ মিলেমিশে এক অন্যরকম সুন্দর সৃষ্টি করে যেন। আর এসবকিছু নিয়ে নিত্যদিনের মতো চলে ঘিলাছড়ার বাসিন্দাদের জীবন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’