নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে কমেনি নিত্যপণ্যের দাম, বেড়েছে কিছু
মৌলভীবাজারের টিসি মার্কেটের কাঁচাবাজার। ছবি- আই নিউজ
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর ছড়ানো হচ্ছে, মৌলভীবাজারে কাঁচাবাজার ও নিত্যপণ্যের দাম কমেছে। যদিও এখানকার বাজারের ব্যবসায়ী ও দোকানদাররা জানিয়েছেন প্রায় সব পণ্যের মূল্যই আগের মতো আছে। বরং, আন্দোলন-বিক্ষোভে গত কয়েকদিন পরিবহণ সুবিধা না থাকায় বেড়েছে নানা খাদ্যপণ্যের দাম।
রোববার (১১ আগস্ট) সরেজমিনে মৌলভীবাজার সদরের টিসি মার্কেট, পশ্চিমবাজার, কোর্ট মার্কেট এলাকায় নিত্যপণ্যের বাজার ঘুরে এমন কথাই শোনা গেছে ব্যবসায়ী ও দোকানদের কাছে। তারা বলছেন, ফেসবুকে নিত্যপণ্যের দাম কমার খবরের সাথে বাস্তবে বাজারের চিত্রের মিল নেই। খাদ্যপণ্যের দাম আছে আগের মতোই। উপরন্তু, পরিবহণ ব্যহত হওয়ায় কিছু পণ্যের অভাব দেখা দিয়েছে। ফলে, বেড়েছে কিছু পণ্যের দাম।
রোববার সকালে টিসি মার্কেটের কাঁচাবাজারে একাধিক দোকানদার বলেন, জিনিসপত্রের দাম কমার বিষয়টি গুজব। তাছাড়া, ফেসবুকে সেনাবাহিনীর ছবি দিয়ে দাম নির্ধারণের যে পোস্ট প্রচার করা হচ্ছে তাও ভুয়া। সেনাবাহিনী নিত্যপণ্যের দাম নির্ধারণ করে এখনো কোনো প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি দেয় নি।
বাজারে প্রায় সব নিত্যপণ্যই বিক্রি হচ্ছে পূর্বের মূল্যে। বরং, কিছু পণ্যের দাম বেড়েছে এই কয়েকদিনে। বৈষম্যবিরোধী আন্দোলনের জের ধরে ব্যহত হয় পরিবহণ খাত। এতে বন্ধ হয়ে যায় দ্রব্যপণ্যের সরবরাহ। ফলে, বাজারে চাহিদার বিপরীতে যোগান কমে যাওয়ায় পণ্যের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা।
সেন্ট্রাল রোডের একজন মুদি দোকানি বলেন, প্রায় সব সিগারেট বেশি দামে বিক্রি করা হচ্ছে। যে সিগারেট ৬টাকা ছিল, তা বিক্রি করতে হচ্ছে ৭ টাকায়। সিগারেট কোম্পানিগুলো এখনো পুরোদমে সিগারেট সরবরাহ না করায় সীমিত সিগারেট বিক্রি করতে হচ্ছে। এ অবস্থায় অনেক অসাধু দোকানি আগের স্টক করা সিগারেট বিক্রি করছেন বলেও জানান তিনি।
পশ্চিমবাজার ঘুরেও প্রায় একই দৃশ্য দেখা যায়। দাম কমেনি কোনো পণ্যের। সবকিছুই বিক্রি হচ্ছে আগের তুলনায় বরং কিছুটা বেশি দামে। কারণ হিসেবে তারাও জানান পণ্য সরবরাহের ঘাটতির কথা।
তবে, ক্রেতা-বিক্রেতা দুই পক্ষই মনে করছেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে এবং পরিবহণ ব্যবস্থা পুরোদমে চালু হলে আবারও স্বাভাবিক মূল্যে নেমে আসবে নিত্যপণ্য।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’