রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
সম্প্রীতি রক্ষায় রাজনগরে হিন্দু নেতাদের সাথে জামায়াতের মতবিনিময়
সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে জামায়াতের মতবিনিময় সভা।
মৌলভীবাজারের রাজনগরে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামী। সা*ম্প্রদায়িক হা*মলা প্রতিহত করতে এবং সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দেন জামায়াতের নেতারা।
সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার কেন্দ্রীয় সার্বজনিন দূর্গা মন্দির প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সনাতন ধর্মের নেতারা বলেন, যেকোনো সরকার পরিবর্তন হলে সুবিধাবাদী পক্ষ সনাতন ধর্মের মানুষের বাড়িঘর, মন্দিরসহ তাদের উপর হা*মলা নির্যা*তন করে। তবে রাজনগরের মানুষ শান্তি চায় বলেই ধর্মীয় কোনো স্থাপনায় এখনো কোনো আঘাত আসেনি। বিভিন্ন রাজনৈতিক দল এ উপজেলায় থাকলেও সবার আগে জামায়াতের নেতারা এসে সনাতন ধর্মীয় উপাসনালয় রক্ষা ও পাশে থাকার ঘোষণা দিয়ে মনোবল বৃদ্ধি করেছেন।
এসময় হিন্দু-মুসলমানের অতীত সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে জামায়াত নেতারা বলেন, আমরা একই দেশের মানুষ। এদেশ আমাদের সবার। এখানে সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকা উচিত নয়। আপনারা আমাদের ভাই। জামায়াতে ইসলামী অন্য ধর্মের উপাসনালয়ে হামলা ও অরাজকতা সৃষ্টিতে বিশ্বাসী নয়। তাই সবসময় আপনাদের সহযোগিতা করতে জামায়াত প্রস্তুত আছে। যদি গোপনে বা প্রকাশ্যে সনাতন ধর্মীয় কারো কাছে চাঁদা বা হুমকি-ধামকি দেওয়া হয় তাহলে জামায়াতে ইসলামীর নেতাদের জানাতে তারা অনুরোধ করেন। সেই দুর্বৃত্ত যে দলেরই হোক তাকে প্রথমে সাহস নিয়ে প্রতিহত করতে হবে। প্রয়োজনে জামায়াতের নেতকর্মীরাও এব্যাপারে সহযোগিতা করবে।
রাজনগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীপদ বৈদ্যর সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথির বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মো. আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মিছবাহুল হাসান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কবি অসিত দেব, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব, উপজেলা মজলিশে শূরা সদস্য জাহাঙ্গীর আহমদ, সদর ইউনিয়ন আমীর দেলোয়ার হোসেন বাবলু, রাজনগর সদর ইউপি হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়ন্ত কুমার দেব, মনসুরনগর ইউপির সভাপতি সঞ্জিত কুমার দেব, পাঁচগাঁও ইউপি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন্ত দাশ, রাজনগর সদর ইউপির সাধারণ সম্পাদক পরিতোষ দেব প্রমুখ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’