Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৫, ১৯ আগস্ট ২০২৪

কুলাউড়ায় দীর্ঘদিনের জমির বিরো*ধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড 

দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তি করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন।

দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তি করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন।

মৌলভীবাজারের কুলাউড়ার খ্রিষ্টান মিশনারিজ-অবলেট ট্রাস্ট বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী স্থানীয় বাসিন্দা আকুল মিয়ার দীর্ঘদিনের জমির সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। 

রোববার (১৮ আগস্ট) সরেজমিন ঘটনাস্থলে গিয়ে এ বিরোধ নিষ্পত্তি করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন।

শাহ জহুরুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে এ বিরোধ চলছিলো। রবিবার সরেজমিন মিশনের ফাদার জোসেফ গোমেজসহ মিশনের অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে দিনব্যাপী পরিমাপ কার্যক্রম শেষে বিবাদমান উভয়পক্ষের সম্মতিতে সীমানা খুঁটি স্থাপন করে প্রত্যেকের জায়গা বুঝিয়ে দেওয়া হয়।

এ সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রাকিব হাসান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়