সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল
লাউয়াছড়ায় টিলা ধ্বসের ১৩ ঘন্টা পর যান চলাচল শুরু

রাস্তা থেকে মাটি সরিয়ে নেয়ায় কাজ করছে এক্সেভেটর মেশিন। ছবি- আই নিউজ
রাতভর ভারী বৃষ্টির ফলে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে যাওয়া শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের জানকিছড়া এলাকায় টিলা ধসে সড়কে পড়ায় ১৩ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার (২০ আগষ্ট) পৌনে তিনটার দিকে রাস্তা থেকে মাটি সরিয়ে নেয়ায় পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে অতিরিক্ত বৃষ্টিতে টিলা ধসে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল।
মৌলভীবাজার সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী খলিলুর রহমান বলেন, অতরিক্ত বৃষ্টির কারণে রাত্র টিলা ধসে রাস্তার উপরে পড়ে যাওয়ার কারনে যান চলাচল বন্ধ ছিলো। আমরা রাস্তা থেকে মাটি সড়ানোর পর যানচলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে সড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পরেন এই সড়কে চলাচলকারীরা। অনেকেই নির্দিষ্ট গন্তব্যে যেতে কমলগঞ্জের মিরতিংগা চা বাগানের ভিতর দিয়ে প্রায় ২০ কিলোমিটার পথ ঘুরে শ্রীমঙ্গলের মাঝদিহি ও কমলগঞ্জের মুন্সিবাজার হয়ে যেতে হয়েছে। এতে যাত্রীদের অনেক সময় বেশী ভাড়া দিতে হয়েছে।
প্রিয়তোষ দাস নামে একজন বলেন, প্রতিদিন বিভিন্ন কাজে ভানুগাছ, কমলগঞ্জ যেতে হয়। আজ সকালে সিএনজি স্ট্যান্ডে এসে শুনি রাস্তা বন্ধ। পরে অনেক ঘুরে ভানুগাছ এসেছি। অনেক সময় লেগেছে। যেখানে ভাড়া ৩০ টাকা সেখানে ১০০ টাকা ভাড়া দিতে হয়েছে।
সিএনজি চালিত অটো রিকশা চালক সুমন মিয়া মিয়া বলেন, লাউয়াছড়ার ভিতর দিয়ে যাওয়া রাস্তা বন্ধ থাকায় আমরা প্রায় ২০ কিলোমিটার ঘুরে ভানুগাছ যাচ্ছি। যাত্রীদের অনেক সময় নষ্ট হচ্ছে। অনেক ঘুরে যাওয়ার কারনে ভাড়া বেশী নিতে হচ্ছে।
কদর নামে আরেক চালক বলেন, আজ রাস্তা বন্ধ থাকায় যাত্রীও অনেক কম হয়েছে। অনেক যাত্রীই ঘুরে যেতে রাজি হন নি। আমাদেরও আজ অনেক লস হলো।
এদিকে, শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন, গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ অঞ্চলে আরো ভারী বৃষ্টিপাত হবে বলেও জানান তিনি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’