Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার)

প্রকাশিত: ১৫:২১, ২১ আগস্ট ২০২৪

ভারী বৃষ্টিতে কমলগঞ্জের পুঞ্জিতে টিলা ধ্বস, আতঙ্কে খাসিয়ারা 

কমলগঞ্জে এভাবে এর আগে কোনো পুঞ্জিতে টিলা ধ্বসের ঘটনা ঘটেনি।

কমলগঞ্জে এভাবে এর আগে কোনো পুঞ্জিতে টিলা ধ্বসের ঘটনা ঘটেনি।

টানা ভারী বৃষ্টির ফলে মৌলভীবাজারের কমলগঞ্জের খাসিয়া পুঞ্জিগুলোতে আত*ঙ্কের মধ্যে ঝুঁ*কি নিয়ে বসবাস করছেন খাসিয়া সম্প্রদায়ের মানুষজন। 

মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে উপজেলার আদমপুর ইউনিয়নের কালেঞ্জি খাসিয়া পুঞ্জিতে টিলা ধ্বসে দু’টি ঘর উপর থেকে নিচে পড়ে যায়। সেই থেকেই আত*ঙ্কে দিন পার করছেন খাসিয়ারা। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের নির্দেশনায় ঝু*কিঁপুর্ণ ১০টি পরিবাকে অন্যত্র সরানো হয়েছে।

উপজেলা প্রশাসন ও আদমপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ভারী বৃষ্টির ফলে পাহাড়ি টিলাগুলোর মাটি নরম হয়ে পড়েছে। মঙ্গলবার ভোরে আদমপুর ইউনিয়নের কালেঞ্জি পুঞ্জিতে টিলা ধ্বসে নাইট কেলক্রাম ও মুতলং খাসিয়ার দুটি ঘর উপর থেকে নিচে পড়ে যায়। পরিবারের লোকজন দ্রুত সরে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঝু*কিঁপূর্ণ ১০টি পরিবাকে অন্যত্র সরিয়ে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এরপর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন পুঞ্জির মানুষজন।

খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারচিয়াং বলেন, ‘কমলগঞ্জে এভাবে এর আগে কোনো পুঞ্জিতে টিলা ধ্বসের ঘটনা ঘটেনি। অতি ভারী বৃষ্টির ফলে টিলা ধসছে। পুঞ্জিতে টিলা ধ্বসের ঘটনায় আমাদের খাসিয়া পুঞ্জির বাসিন্দাদের মধ্যে ভয় ঢুকেছে।’

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, ‘ভারী বৃষ্টির ফলে টিলা ধ্বসছে। পুঞ্জির ১০টি ঝুঁকিপূর্ণ পরিবারকে অন্যত্র সরিয়ে দেয়া হয়েছে।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়