Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:৪১, ২১ আগস্ট ২০২৪

মনু নদীর পানি বিপদসীমার ১০৫ সে. মি. উপর দিয়ে প্রবাহিত

কুলাউড়ার টিলাগাওয়ে একটি বাড়ি ডুবে আছে বন্যার পানিতে।

কুলাউড়ার টিলাগাওয়ে একটি বাড়ি ডুবে আছে বন্যার পানিতে।

মৌলভীবাজার জেলায় মনু নদীর পানি বিপদসীমার ১০৫ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপরে পড়া পানি লোকালয়ে প্রবেশ করে পানিবন্দি অবস্থার মধ্যে আছেন জেলার কয়েক হাজার পরিবারের মানুষ। অনেক জায়গায় ভেঙে গেছে নদী প্রতিরক্ষা বাঁধ। যদিও বাঁধ উপচে পানি যেন প্রবেশ করতে না পারে তার প্রচেষ্টা অব্যহত আছে।

বুধবার (২১ আগস্ট) বিকেল ৩টার দিকে মৌলভীবাজার জেলা পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারে মনু নদীর পানি বিপদসীমার ১০৫ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

বুধবার বিকেলে রেকর্ড করা তথ্য অনুযায়ী, এসময় মনু নদীর রেলওয়ে ব্রীজ পয়েন্টে পানি বিপদসীমার ১১৮ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চাঁদনীঘাট পয়েন্টে পানি বিপদসীমার ৮০ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে শেরপুরে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৩ সে.মি, উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আকস্মিক বন্যায় দুর্ভোগে পড়েছে মৌলভীবাজারের একাধিক উপজেলা ও জনপদ। কুলাউড়ার টিলাগাও এলাকায় নদীর বাঁধ ভেঙে প্রবল বেগে পানি লোকালয়ে প্রবেশ করেছে। ফলে, দুর্বিষহ পরিস্থিতিতে পড়েছেন প্লাবিত এলাকার সাধারণ মানুষ এবং চা শ্রমিকরাও। 

কুলাউড়ার টিলাগাও এলাকার বাসিন্দা রামগোপাল নাইডু জানান, এই রকম বন্যা আমার জানা মতে কুলাউড়ায় আগে কখনো হয়নি। এবারের বন্যায় টিলাগাও ইউনিয়নে কয়েক জায়গায় মনু নদীর পাড় ভেঙে এলাকায় পানি প্রবেশ করছে। এলাকার অনেক বাড়িঘর পানির নিচে তলিয়ে যাচ্ছে।

এদিকে, বন্যায় দুর্ভোগ পোহাতে হচ্ছে কমলগঞ্জের বাসিন্দাদেরও। ধলাই নদীর একাধিক জায়গায় বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে নদীর পানি। প্রায় ২৫টির বেশি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অনেক জায়গায় বাঁধ ভাঙার উপক্রম দেখা দিয়েছে। 

মৌলভীবাজার সদরের রাজনগর উপজেলার কিছু গ্রামেও প্রবেশ করেছে উপরে পড়া নদী ও হাওরের পানি। দেখা দিয়েছে দুর্বিষক পরিস্থিতি। অনেক এলাকায় ঘর পর্যন্ত ডুবে গেছে বন্যার পানিতে। 

এদিকে, বন্যায় যেসব জায়গায় নদী প্রতিরক্ষা বাঁধ ভেঙেছে সেসব জায়গায় বাঁধ রক্ষায় কাজ শুরু করেছে প্রশাসন। বালু ভর্তি বস্তা ফেলে ঠেকানোর চেষ্টা চলছে বন্যার পানির স্রোত। বন্যার্তদের সহযোগিতার জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়