হেলাল আহমেদ, আই নিউজ
কমলেও এখনো বিপদসীমার উপরে মৌলভীবাজারের তিন নদীর পানি
এখনো রাজনগরে পানিতে তলিয়ে আছে ঘরবাড়ি। ছবি- হেলাল আহমেদ
শুক্রবার প্রায় সারাদিনই রৌদ্রজ্জ্বল ছিল মৌলভীবাজারের আবহাওয়া। বৃষ্টিপাতের পরিবর্তে ছিল তীব্র গরম। আর এতে করে মৌলভীবাজারের নদ-নদীগুলোতে আগের তুলনায় অনেকটাই কমেছে বানের পানি। পানি কমতে শুরু করেছে বন্যা কবলিত এলাকাগুলোতেও। তবে পানি কমলেও আশঙ্কা কাটেনি শতভাগ। কেননা, এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে মৌলভীবাজারের তিনটি নদীর পানি।
শনিবার (২৪ আগস্ট) সকাল ৯টায় মৌলভীবাজার জেলা পানি উন্নয়ন বোর্ডের রেকর্ড করা তথ্যে এই চিত্র উঠে আসে। এতে দেখা যায়, কমলগঞ্জের ধলাই নদী ও মনু নদীর রেলওয়ে ব্রীজ পয়েন্ট ছাড়া মনু নদীর চাঁদনীঘাট পয়েন্ট, শেরপুরে কুশিয়ারা নদী এবং জুড়ী নদীতে এখনো বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যদিও পানির বর্তমান অবস্থা কমার দিকে।
পাউবোর তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টায় মনু নদীর চাঁদনীঘাট পয়েন্টের পানি বিপদসীমার ৯১ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শেরপুরে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৯ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এখনো। জুড়ী নদীর পানি বিপদসীমার ১৮৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদ-নদীর পানি প্রবল বেগে এসে নামছে নিচু এলাকার জনপদগুলোতে। ছবি- হেলাল আহমেদ
এদিকে, শনিবার সকালে মনু নদীর রেলওয়ে ব্রীজ পয়েন্টের পানি বিপদসীমার ১০০ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। একই সময়ে ধলাই নদীর পানিও বিপদসীমার ২০২ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।
শুক্রবার দিনভর সরেজমিনে বন্যা কবলিত নানা এলাকা ঘুরে দেখা যায়, আগের দিনের তুলনায় পানি কমেছে। তবে এখনো পানিতে ডুবে আছে রাজনগরের নিম্নাঞ্চলের গ্রাম, বাড়িঘর। রাজনগরের ভাঙ্গারহাট বাজার এলাকায় এখনো বাজারসহ জনপদ তলিয়ে আছে প্রায় কোমরসমান পানিতে। ঘরেবাড়িতে পানি থাকায় আশ্রয়কেন্দ্রে যারা গিয়েছেন তারা এখনো ফেরেন নি। জলমগ্ন দোকান, পাট, অফিস, ব্যবসায়ী প্রতিষ্ঠান সবকিছু। আগের দিন যে বাঁধগুলো ভেঙে প্রবল স্রোতে পানি প্রবেশ করছিল সেদিক থেকে এখনো পানি প্রবেশ করছে নিচু এলাকাগুলোতে।
রাজনগর উপজেলার ভাঙ্গারহাট, বাগের বাজার, ঘরগাঁও, কামারচাক ইউনিয়ন, মেদেনীমহল ইত্যাদি এলাকাতে এখনো দৃশ্যমান বিপর্যস্ত অবস্থার চিত্র। ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাটেরও। অনেক জায়গায় মাটির রাস্তা, ইটের সড়ক থেকে ইট সরে গেছে পানির স্রোতে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন অনেকেই। কেউ কেউ এতোটাই ভেতরের দিকে পানিতে আটকা পড়েছেন যে ত্রাণের গাড়ি আসলেও তাদের কাছে তা পৌঁছাচ্ছে।
রাজনগরের ভাঙ্গারহাট এলাকায় মূল সড়ক পর্যন্ত পৌঁছেছে পানি। এখনো হাঁটু পরিমাণ পানিতে বন্দী এখানকার মানুষ। ছবি- হেলাল আহমেদ
কদমহাটা প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি গাড়ি থেকে ত্রাণ নিতে এসেছেন শামীম মিয়া। তিনি বলেন, আমি এসেছি ভাঙ্গারহাট থেকে। মেইন রোড থেকে ওইদিকের পুরো জায়গায় এখনো বুকসমান পানি। পানি কমলেও বাড়িঘর এখনো পানির নিচে। আমাদের এদিকে তেমন কেউ ত্রাণ নিয়ে যাচ্ছে না। চরম খাদ্য সঙ্কটে পড়ে গেছি আমরা। যারা পারছে এদিকে সেদিকে গিয়ে ত্রাণ যোগাড় করছে। যারা ত্রাণ পাচ্ছে না না খেয়েই দিন কাটাচ্ছে।
এদিকে, মৌলভীবাজার জেলা প্রশাসন বলছে, এবারের বন্যায় এখন পর্যন্ত জেলায় ১ লক্ষ ৯৫ হাজার মানুষ বন্যা কবলিত অবস্থায় আছেন। এরমধ্যে বিভিন্ন জায়গায় বন্যা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে পেরেছেন মাত্র ৭ হাজার ১৪৫ জন। জেলা জুড়ে বন্যার্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ৬২টি মেডিক্যাল টিম কাজ করে যাচ্ছে।
জেলা প্রশাসন আরও জানায়, এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১৫৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এরমধ্যে ৫১৬ মেট্রিক টন চাল এরিমধ্যে বিভিন্ন ভাবে বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। বন্যা কবলিতদের আর্থিক সহায়তার জন্য বরাদ্দ হয়েছে ৪৫ লক্ষ টাকা। যদিও এরমধ্যে এখন পর্যন্ত বন্যার্তদের মাঝে নগদ বিতরণ করা হয়েছে ২০ লক্ষ ৫০ হাজার টাকা।
মৌলভীবাজার জেলার সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন। পাশাপাশি সব পরিস্থিতিতে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। জেলাবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্কতার সাথে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা।
মৌলভীবাজার জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, আজকে মৌলভীবাজারের প্রায় সবগুলো নদীতেই পানি কমছে। বৃষ্টি না হলেও পানির এই কমা অব্যাহত থাকবে। এতে করে বন্যা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে আশা করা যায়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’