হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে বন্যায় ভেসে গেছে ১০ কোটি টাকার মাছ
হবিগঞ্জে বানের পানিতে ভেসে গেছে প্রায় ১০ কোটি টাকার মাছ।
হবিগঞ্জ জেলায় সাম্প্রতিক বন্যায় দেড় হাজার মৎস্য খামার পানিতে তলিয়ে গেছে। আর এতে জেলা জুড়ে বানের পানিতে ভেসে গেছে প্রায় ১০ কোটি টাকার মাছ।
হবিগঞ্জ জেলা মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এখন পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত তথ্যে এই ক্ষতির পরিমাণ ওঠে এসেছে।
শনিবার (২৪ আগস্ট) পর্যন্ত হবিগঞ্জ সদরে ৯০০টি, নবীগঞ্জে ২৫০টি, মাধবপুরে ২০০টি, চুনারুঘাটে ৮২টি, বাহুবলে ৩৫টি ও শায়েস্তাগঞ্জ উপজেলার ২০টি মৎস্য খামার বন্যায় প্লাবিত হয়।
মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ৬ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য খামার ১ হাজার ৫৪৭টি আর লোকসানে পড়া মৎস্য খামারি ৫১৬ জন।
পানিতে ভেসে যাওয়া মাছের মধ্যে ৫ লাখ ৩৭ হাজার টন কার্প জাতীয় ও তিন কোটি পোনা মাছের মূল্য ৯ কোটি ২১ লাখ টাকা। এছাড়া আরও ১ কোটি ২৩ লাখ টাকার অবকাঠামোগত ক্ষতি হয়েছে।
জেলা মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার জানান, শনিবার পর্যন্ত বন্যার পানিতে তলিয়ে যাওয়া ১ হাজার ৫৪৭টি মৎস্য খামারের আয়তন ২৯৮ হেক্টরেরও বেশি।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ৬টি উপজেলার মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার মৎস্য খামারিরা সবচেয়ে বেশি লোকসানের মুখে পড়েছেন। বন্যার পানি নেমে যাওয়ার পর হিসেব করলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত মৎস্য খামারিদের তালিকা করে তাদের সরকারিভাবে সহযোগিতার চেষ্টা করা হবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’