Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫১, ২৮ আগস্ট ২০২৪

রাষ্ট্র সংস্কারে  মৌলভীবাজার যুব ইউনিয়নর ৮ দফা প্রস্তাব

বাংলাদেশ যুব ইউনিয়নের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে র‍্যালী। ছবি- আই নিউজ

বাংলাদেশ যুব ইউনিয়নের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে র‍্যালী। ছবি- আই নিউজ

রাষ্ট্র সংস্কারের উদ্যোগকে সফল করতে বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে ৮ দফা প্রস্তাব করা হয়েছে। 

বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ যুব ইউনিয়নের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ প্রস্তাবনা দেন। 

তাদের ৮ দফা প্রস্তাবের উল্লেখযোগ্য হলো- যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, প্রত্যেকটি বিভাগকে স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা করা, প্রত্যেকটি স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা, স্থানীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রাদেশিক সরকারের মতামত গ্রহণ করা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দ্বারা সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সকল সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা, আইন করে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করা।

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আবু রেজা সিদ্দিকী ইমনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোতোষ দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এড প্রীতম দত্ত সজীব, সহ-সভাপতি জাবেদ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুকান্ত নন্দী, দপ্তর সম্পাদক আবুল হায়দার মো. তরিক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জোতিশ মোহন্ত, সহ-সভাপতি তোফায়েল আহমেদ ফাহিম প্রমুখ। 

এসময় বাংলাদেশ যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের গঠনতন্ত্র পাঠ করেন তানভীর আহমেদ ফাহিম, তারেকুল ইসলাম সিয়াম, রিফাত আহমেদ। 

আলোচনা সভা শেষে বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এড প্রীতম দত্ত সজীবের কানাডা গমন উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবং বাংলাদেশ যুব ইউনিয়নের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে র‍্যালী ও মিছিল করা হয়। 

আই নিউজ/এইচএ

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়