Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৭, ২৯ আগস্ট ২০২৪

শতাধিক বছরের পুরোনো রাজনগরের ঐতিহাসিক বড় বাড়ি জামে মসজিদ

শতাধিক বছরের পুরোনো ঐতিহাসিক বড় বাড়ি জামে মসজিদ।

শতাধিক বছরের পুরোনো ঐতিহাসিক বড় বাড়ি জামে মসজিদ।

মৌলভীবাজারের রাজনগর উপজেলা একটি ইতিহাস সমৃদ্ধ অঞ্চল। এ এলাকার ইতিহাস পাওয়া যায় হাজার বছর পূর্বের গল্পকথাতেও। সেইসব ইতিহাসেরই আরেক নিদর্শন উপজেলার রত্না গ্রামে অবস্থিত শতাধিক বছরের পুরোনো ঐতিহাসিক বড় বাড়ি জামে মসজিদ। আজ থেকে প্রায় ১১০ বছর আগে যা তৈরি করে দিয়েছিলেন এই এলাকারই এক সম্ভ্রান্ত বাসিন্দা হাজী মো. সুজন মাহমুদ সাহেব। 

প্রাচীন স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন মৌলভীবাজারের রাজনগরে রক্তা গ্রামের ঐতিহাসিক বড় বাড়ি জামে মসজিদ। ১১০ বছরের বেশি আগে নির্মিত এ মসজিদ নিয়ে লোকমুখে ছড়িয়ে আছে নানা কাহিনী। 

মৌলভীবাজারে পাঁচগাঁও ইউনিয়নের রক্তা গ্রামে একটি উঁচু স্থানে জামে মসজিদের অবস্থান। দেয়ালের শুভ্র রঙে দূর থেকেও জ্বলজ্বল করে মসজিদটি। এই মসজিদের উপরে রয়েছে তিনটি গম্বুজ, দেয়ালের প্রস্থ তিনফুট। রয়ছে তিনটি বড় দরজা, দুই পাশে দুইটি ছোট জানালা ও ইমাম সাহেবের নামাজের জায়গা। 

মসজিদের গাঁয়ে প্রাচীন দিনের কারুকার্য। ছবি- আমির মিয়া


প্রায় শত বছর ধরে টিকে আছে সেই চিহ্ন। দেয়ালে ফুল-লতার ছবি আঁকা। দেয়ালের ইটের গাঁথুনি অনেক পুরনো। মূল মসজিদটি ঐতিহাসিক ও সৌন্দর্যমণ্ডিত স্থাপনা হওয়ায় অনেক মানুষই দেখতে আসেন। 

প্রতি শুক্রবারে রক্তা গ্রামের পাঁচ শতাধিক মানুষ নামাজ আদায় করেন মসজিদে। এই মসজিদের ভিতরে জায়গা কম থাকায় দেওয়ালের সাথে লাগিয়ে পূর্ব পাশে তৈরি করেন আরেকটি মসজিদ।  ইট ও চুন সুরকি দিয়ে তৈরি ঐতিহ্যবাহী বড়বাড়ি মসজিদটি কালের বিবর্তনে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনো।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়