Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

এম মোজাম্মেল আলী, কার্ডিফ 

প্রকাশিত: ১৯:৪২, ৩ সেপ্টেম্বর ২০২৪

কার্ডিফে দারুল ক্বিরাত-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান। ছবি- আই নিউজ

লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান। ছবি- আই নিউজ

ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে অবস্থিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের অনুমোদিত জালালিয়া মসজিদে দারুল ক্বিরাত-২০২৪ এর ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

গত রোববার (০১ সেপ্টেম্বর) বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের অনুমোদিত শাখা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া। 

কার্ডিফ বাংলা অনলাইনের সম্পাদক ও শাখার শিক্ষক ক্বারী মো. মোজাম্মেল আলী ও মাওলানা আসাদুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান। 

এছাড়াও, সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের নির্বাহী পরিদর্শক মাওলানা এনামুল হক।

অনুষ্ঠানে প্রথমে কুরআন তেলাওয়াত করেন রাবে জামাতের শিক্ষার্থী খাদিজা আলী নুহা ও নাসির উদ্দিন,ছানি জামাতের ছাত্র মুহসীন আলী। নাশিদ পরিবেশন করেন হুমায়রা আলম, আব্দুল শাহিন, সাইদুল ইসলাম।

এই মহতি পোগ্রামে বক্তব্য রাখেন জালালিয়া মসজিদের ইমাম ও খতিব, শাখার নাজিম ও প্রধান ক্বারী মাওলানা আব্দুল মুক্তাদির, শাহজালাল মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান, কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলওয়ার আলী, ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ  মকিস মনসুর,আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ,ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ ও ভাইস প্রেসিডেন্ট শেখ আনোয়ার, বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফ সাধারণ সম্পাদক হারুন তালুকদার, কাউন্সিলর দিলোয়ার আলী, মসজিদ কমিটির  সেক্রেটারি মুহিবুর ইসলাম ও অন্যতম সদস্য আফজল খান, সাংবাদিক রফিকুল ইসলাম,আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের সেক্রেটারি আনসার মিয়া, কমিউনিটি সংগঠক সেলিম আহমদ, শেখ আতিকুজ্জামান ও শাহ গোলাম কিবরিয়া সহ প্রমুখ।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাবে জামাতের ছাত্র কুইন মেরি ইউনিভার্সিটির স্টুডেন্ট নাবিল চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ্ব কাপ্তান মিয়া, শাহজালাল মসজিদের ইমাম ও খতিব কাজি মাওলানা ফয়জুর রহমান, ক্বারী নুরুল ইসলাম,আনহার মিয়া, সুজন মিয়া সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জামাতে সুরা থেকে রাবে পর্যন্ত পাঁচটি ক্লাসেরপরীক্ষায় উত্তীর্ণ এবং কিরাত , নাশিদ ও আজান প্রতিযোগিতায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট,মেডেল ও ট্রফি হাতে তুলে দেন আগত অতিথিবৃন্দ, শিক্ষক ও অভিভাবকগন।

এসময় সনদ ও পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের আনন্দে মেতে ওঠতে দেখা যায়।

সভায় বক্তারা দারুল কিরাত কোর্স পবিত্র কুরআন শরীফ সহীহ শুদ্ধ ভাবে তেলাওয়াত শেখার এক অন্যতম প্রতিষ্ঠান বলে উল্লেখ করে এই কোর্সে নবপ্রজন্মের সন্তানদের ইসলামের সঠিক আকিদা অনুসরণ করার শিক্ষা প্রদান করা হচ্ছে বলে অভিমত ব্যাক্ত করে  ভবিষ্যতে এই কোর্সে সকলের সন্তানদের পাঠানোর অনুরোধ করা হয়।

বক্তারা দারুল কিরাত কর্তৃপক্ষ, মসজিদ কমিটি, অভিভাবক,দাতা সদস্য ও কমিউনিটির সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নব প্রজন্মের সন্তানদের ইসলামী শিক্ষার জন্যে গুরুত্বারোপ করেন।

পরে দারুল ক্বিরাতের লাইফ মেম্বারদের সার্টিফিকেট প্রদান করা হয়। 

দারুল কিরাতে উস্তাদ হিসেবে ছিলেন- মাওলানা মুহাম্মদ আব্দুল মুকতাদির, প্রধানক্বারী ও নাজিম, হাফিজ মাওলানা ফারুক আহমদ, সহকারী নাজিম, মাওলানা আসাদুল ইসলাম, ক্বারী মোজাম্মেল আলী, ক্বারী মাও. জুবায়ের আহমদ মিনহাজ, ক্বারী মো. কামরুল ইসলাম, ক্বারী মাও. মুজিবুর রহমান,হাফিজ ক্বারী জালাল উদ্দিন, ও হাফিজ ক্বারী মুশতাকুর রহমান মাছুম।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়