Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৬, ৫ সেপ্টেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে পারিবারিক জমি দখলের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করছেন মৃনাল কান্তি ঘোষ। ছবি: আই নিউজ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করছেন মৃনাল কান্তি ঘোষ। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক জমি জোরপূর্বক দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন করেন মৃনাল কান্তি ঘোষ ও পার্বতী রানী ঘোষ।

লিখিত বক্তব্য পাঠ করে মৃনাল কান্তি ঘোষ বলেন, আশীদ্রোন ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায় আমার মৌরশি সম্পদ আনারস বাগান রকম ১ একর ২৯ শতাংশ ভূমিতে লেবু, আনারস ইত্যাদি ফসল ফলিয়ে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্ত অত্র এলাকায় মো. আবু তাহের ও তার সন্তানসহ গত ১৬ বছর যাবত আমার মৌরসী ভূমি জোরপূর্বক দখল করে ভোগ ব্যবহার করে আসছেন।

মৃনাল বলেন, আমি বারবার তাদেরকে বাঁধা দিলে তারা আমাকে বিভিন্ন ধরণের হুমকি ও প্রাণ নাশের ভয় দেখায়। এ বিষয়ে আমি এলাকার গণ্য-মান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য ও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের নিকট বলার পর কয়েক বার বিচার শালিস করা হয়েছে। কিন্তু মো. আবু তাহের ও তার সন্তানেরা বিচার না মেনে প্রভাবশীল ব্যক্তিদের ভয় দেখিয়ে জোরপূর্বক দখল করে ভোগ করছে আমাদের সম্পত্তি।

লিখিত বক্তব্যে পাঠ করে পার্বতী রানী ঘোষ বলেন, আশীদ্রোন ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায় আমার স্বামী মৃত্যুবরণ করার পর উক্ত জমি আমি প্রাপ্ত হইয়া আনারস বাগান ১৬.৫০ শতাংশ ভূমিতে লেবু, আনারস ইত্যাদি ফসল ফলিয়ে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। মো. আবু তাহের ও তার সন্তানসহ বিগত ৪ বছর যাবত আমার স্বামীর ভূমি জোরপূর্বক জমি দখল করে ভোগ করে আসছে। আমি আমার আত্মীয়-স্বজন নিয়ে বারবার তাদেরকে বাঁধা দিলে তারা আমাকে বিভিন্ন ধরণের হুমকি ও প্রান নাশের ভয় দেখায়। আমি একজন অসহায় ও স্বামী হারা এবং ছোট ছোট তিন ছেলে সন্তান নিয়ে অনেক দুঃখ-কষ্টে বসবাস করছি। 

পার্বতী বলেন, আমি এলাকার গণ্য-মান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য ও চেয়ারম্যান মহোদয়ের নিকট কয়েক বার বলার পরও এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত পাইনি এবং আমাকে আরও ভয়ভীতি দেখায়। আরও বলে আমি যদি আরও মানুষের কাছে বলি তাহলে আমাকে প্রাণে মেরে ফেলে দিবে বলে হুমকি দেয়। আমি একজন অসহায় স্বামী হারা মহিলা। আমার স্বামীর ভূমি ফেরত পেলে আমার ছেলেদেরকে ও পরিবার নিয়ে চারটা ডাল- ভাত খেয়ে যেতে পারবো।

তাদের মৌরসি ভূমিতে বসবাস যাতে করতে পারেন তার জন্য দেশের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস মহোদয়ের নিকট আকুল আবেদন জানান। সেই সাথে শ্রীমঙ্গলের স্থানীয় প্রশাসন, থানা প্রশাসন সাংবাদিক ও জনপ্রতিনিধিদের কাছে সহযোগীতার জন্য অনুরোধ জানান।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে মো. আবু তাহেরের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আই নিউজ/আরএ

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়