Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৪, ১৪ সেপ্টেম্বর ২০২৪

নবীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের সাধারণ সভা অনুষ্ঠিত 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা শাখার আওতায় নবীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় নবীগঞ্জ বাজারের সোনাকনি অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বন্যা, নদী ভাঙ্গন, অগ্নিকান্ড, প্রচন্ড শীত দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরী ভিত্তিতে খাদ্য সামগ্রী, ঔষধপত্র, বস্ত্র, অস্থায়ী আশ্রয় সামগ্রী প্রদান এবং উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

সভায় নবীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা ইকবাল হোসেন তালুকদার বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে দেশে সংঘটিত বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ সকল মানবিক সহায়তা কার্যক্রমে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা শাখার আওতায় নবীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা ইকবাল হোসেন তালুকদার। দলনেতা মো. আসাদুজ্জামান সজলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, মো. সাইফুর রহমান চৌধুরী দলনেতা, ফয়ছল আহমেদ বিভাগীয় প্রধান ( দূর্যোগ ও মানবিক সাড়া প্রদান), জাকারিয়া আহমেদ বিভাগীয় উপ- প্রধান ( দূর্যোগ ও মানবিক সাড়া প্রদান), মো. সামাদুজ্জামান তারেক বিভাগীয় প্রধান (আইসিটি, মিডিয়া ও যোগাযোগ), মো. কাউছার মিয়া চৌধুরী বিভাগীয় উপ-প্রধান (আইসিটি, মিডিয়া ও যোগাযোগ), রেদুয়ানুল হক চৌধুরী বিভাগীয় প্রধান (প্রশিক্ষণ ও সহ-শিক্ষা), মো. নুরুজ্জামান তালুকদার সজীব বিভাগীয় উপ-প্রধান (প্রশিক্ষণ ও সহ-শিক্ষা), প্রিতম দেব বিভাগীয় উপ-প্রধান (স্বাস্থ্য সেবা), শেখ জায়েদুল আবেদিন বিভাগীয় উপ-প্রধান (তহবিল সংগ্রহ)। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়