Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৫, ২০ সেপ্টেম্বর ২০২৪

লন্ডনে ভলান্টিয়ার হিসেবে যোগ দিচ্ছেন মৌলভীবাজারের উদয়

মাহতাবুল ইসলাম উদয়

মাহতাবুল ইসলাম উদয়

সিলেটের সমাজকর্মী ও যুব নেতা মাহতাবুল ইসলাম উদয় লন্ডনে একটি বিশেষ যুব উন্নয়ন প্রোগ্রামে ভলান্টিয়ার কার্যকলাপ ইন্সট্রাক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন। মাহতাবুল ৩ অক্টোবর ২০২৪ থেকে ৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন।

এই সম্মানজনক প্রোগ্রামের জন্য নির্বাচিত হওয়াটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটি একটি অনন্য সুযোগ আমার সম্প্রদায়কে একটি আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার এবং যুব উন্নয়নে অবদান রাখার জন্য।

মাহতাবুল, তার ব্যাপক সমাজসেবা ও নেতৃত্বের জন্য পরিচিত। বিভিন্ন কার্যকলাপ পরিচালনা এবং তরুণ অংশগ্রহণকারীদের পরামর্শ দেওয়ার দায়িত্ব পালন করবেন। যার উদ্দেশ্য হলো যুবকদের মধ্যে দক্ষতা উন্নয়ন এবং সম্প্রদায়বোধ তৈরি করা।

জানা গেছে, এই প্রোগ্রামটি কঠোর নির্বাচন প্রক্রিয়ার জন্য পরিচিত। মাহতাবুলকে উচ্চ যোগ্যতার প্রার্থীদের মধ্যে থেকে নির্বাচিত করা হয়েছে। এর বিশেষত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য প্রোগ্রামের নির্দিষ্ট বিবরণ এবং সংস্থার নাম গোপন রাখা হয়েছে।

মাহতাবুল ইসলাম উদয় বলেন- "এই সম্মানজনক প্রোগ্রামের জন্য নির্বাচিত হওয়াটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটি একটি অনন্য সুযোগ আমার সম্প্রদায়কে একটি আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার এবং যুব উন্নয়নে অবদান রাখার জন্য"।

এই অনন্য প্রোগ্রামের উদ্দেশ্য হলো তরুণদের অর্থবহ কার্যকলাপে অংশগ্রহণের সুযোগ প্রদান এবং প্রয়োজনীয় জীবনের দক্ষতা বিকাশ করা। প্রোগ্রামটি ভবিষ্যতের নেতাদের তৈরি করতে ডিজাইন করা হয়েছে যারা তাদের সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
আঠানরো বছর বয়সী মাহতাবুল ইসলাম উদয় মৌলভীবাজারের সন্তান। সে শহরের সুলতানপুর এলাকার আদি বাসিন্দা। বাবার নাম ময়নুল ইসলাম। 

উদয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ স্কাউট এবং রোটারেক্ট ক্লাবের একজন সক্রিয় কর্মী। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়