Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪০, ২২ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১১:৪২, ২২ সেপ্টেম্বর ২০২৪

কমলগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো গুড নেইবারস্

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির আয়োজনে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১২শ  পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। 

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে কমলগঞ্জের আদমপুরের নয়াপত্তন এলকার গুড নেইবারস্ কার্যালয়ের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।  

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম,সহকারী কমিশনার মো. জাহিদুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি এম, সাদিক আল শাফিন, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু।

অনুষ্ঠানে গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সিডিপি ব্যবস্থাপক বিপুল রেমা।

নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির ব্যবস্থাপক বিপুল রেমা জানান,‘বন্যায় এ পর্যন্ত গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি কর্তৃক ১২শত ৭৫ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে এবং এর ধারাবাহিকতা অব্যাহত আছে।’

এছাড়াও, ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ, মেডিকেল ক্যাম্প, ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়