Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫০, ২২ সেপ্টেম্বর ২০২৪

একদিনে সিলেটের ৫ থানার ওসিকে বদলি 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পুলিশ সুপারের আদেশে এক দিনেই সিলেটের পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। 

শনিবার (২১সেপ্টেম্বর) সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে বদলি করা হয়।

এর আগে গত ৩০ আগস্ট সিলেটের পুলিশ সুপার (এসপি) পদে যোগদান করেন মোহম্মদ মাহবুবুর রহমান। যোগদানের ২২ দিনের মাথায় এক সঙ্গে ৫ থানার ওসিকে বদলি করা হলো। ওসি বদলি হওয়া থানাগুলো হলো-ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও বিশ্বনাথ।

বদলিকৃত সবাইকে সিলেট জেলা পুলিশ লাইন্সের পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তারা হলেন-ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান, বিয়ানীবাজারের ওসি অকিল উদ্দিন আহম্মদ, জৈন্তাপুর থানার ওসি মো.তাজুল ইসলাম পিপিএম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বদিউজ্জামান ,ও বিশ্বনাথ থানার রমাপ্রসাদ চক্রবর্তী।

খোঁজ নিয়ে জানা যায়, বদলি করা ওসিদের বিরুদ্ধে বিগত সরকারের আমলে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়