Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৫, ২৫ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ০১:১৯, ২৫ সেপ্টেম্বর ২০২৪

শ্রীমঙ্গল

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

শিক্ষকরা বিভিন্ন দাবীতে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উক্ত মানববন্ধন পালন করেন। ছবি: আই নিউজ

শিক্ষকরা বিভিন্ন দাবীতে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উক্ত মানববন্ধন পালন করেন। ছবি: আই নিউজ

শিক্ষায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে শিক্ষকরা একত্রিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেবের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

বক্তব্যে শিক্ষকরা জানায়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।’

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী, সিনিয়র সহসভাপতি মো. নুরুল হক, খালিদ মো. আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত, ধোবার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপেশ চন্দ্র দেব, হাজী আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তমাল কান্তি ভট্রাচার্য্য, ডোবাগাঁও বাহরুল উলুম দাখিল মাদ্রাসার সুপার সাইফুদ্দিন ইয়াহিয়া প্রমুখ। 

আয়োজিত মানববন্ধনের সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামসুল আলম। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আই নিউজ/আরএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়