Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:১৬, ২৮ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৬:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হলো আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়

আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইল ছবি

আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইল ছবি

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা পূর্ণা রায় ভৌমিক এ তথ্য নিশ্চিত করেছেন। 

আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলার শিশু শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলা এক শিক্ষা প্রতিষ্ঠান। যা প্রতিষ্ঠিত হয় ১৯৩২ সালে। প্রতিষ্ঠার পর থেকে মানসম্মত শিক্ষাদান ও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নানা কার্যক্রমে দক্ষ করে তুলতে ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি। 

প্রতিষ্ঠার পর শুরু দিকে শুধু বালিকাদের বিদ্যালয় হিসেবে পরিচিত হলেও এখন এখানে চলে একীভূত শিক্ষা। 

বর্তমান শিক্ষার্থী সংখ্যা ৭৩২ হলেও শিক্ষক সংখ্যা মাত্র ১২ জন। বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীরা প্রতিবছর প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় প্রতিভার স্বাক্ষর রাখছে। এগিয়ে আছে সহপাঠক্রমিক কার্যাবলীতেও। উপজেলা, জেলা, বিভাগ, জাতীয় পর্যায়ে বিভিন্ন পদকে ভুষিত হচ্ছেন এই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়