Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৮, ২ অক্টোবর ২০২৪

জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার 

জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম।

জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম।

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জুলাই অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হা-মলার ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (০২ অক্টোবর) সকালে পুলিশের ভোগতেরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ। 

জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষাথীরা। তিনদিনই সাধারণ শিক্ষার্থীদের ওপর হা-মলা করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা দেয়। এক পর্যায়ের হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। 

৫০ ঘণ্টা ধরে শ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ কিলোমিটার যানজট৫০ ঘণ্টা ধরে শ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ কিলোমিটার যানজট পরে এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে ২৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়কারী তারেক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় শেখরুল ইসলামকেও আসামি করা হয়।

এসআই সিরাজুল ইসলাম বলেন, শেখরুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়