Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৫, ৩ অক্টোবর ২০২৪

কুলাউড়ায় বিদ্যুৎ থাকবে না টানা ৩ দিন 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রকল্পের কাজের জন্য টানা ৩ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (০৪ অক্টোবর) থেকে সোমবার (০৭ অক্টোবর) পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ। 

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি সময় কুলাউড়ার এ প্রতিবেদককে নিশ্চিত করেন সিলেট বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন ২ প্রকল্পের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সালেহ।

নির্বাহী প্রকৌশলী মো. সালেহ জানান, প্রকল্পের আওতাধীন ১১ কেভি লাইনের কাজের জন্য শুক্রবার ভোর ৫টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা ও কাদিপুর ফিডার, সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঘাগটিয়া ফিডার এবং শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হাসপাতাল ও জুড়ী ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তিনি আরও জানান, শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নার্সারি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সহযোগিতা কামনা করে সাময়িক এ অসুবিধার জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়