Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪১, ৭ অক্টোবর ২০২৪
আপডেট: ১৬:০৯, ৭ অক্টোবর ২০২৪

মৌলভীবাজার প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি 

প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

দ্বি-বার্ষিক নির্বাচনের মধ্য দিয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের নতুন কমিটিতে সভাপতি পদে সরওয়ার আহমদ ও সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম শেফুলকে নির্বাচিত করা হয়।  

গত শনিবার (০৫ অক্টোবর) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন রোববার (০৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে কমিটির সদস্যদের পূর্ণ তালিকা প্রকাশ করা হয়।

তালিকা অনুযায়ী প্রেসক্লাবের সহ-সভাপতি পদে মৌসুফ এ চৌধুরী (সম্পাদক, দেশপক্ষ) ও শ ই সরকার জবলু  (খবরপত্র), যুগ্ম সম্পাদক পদে হোসাইন আহমদ (যুগান্তর/সিলেটের ডাক/এসএটিভি), সৈয়দ বয়তুল আলী (বাংলাদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ পদে মামুনুর রশিদ মহসিন (সম্পাদক, মুক্তকথা), দপ্তর সম্পাদক আবুল হায়দার মো: তরিক (চ্যানেল এস/ঢাকা প্রতিদিন), প্রচার ও প্রকাশনা তুহিন জুবায়ের (ইন্ডিপেনডেন্ট টিভি) ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওমর ফারুক নাঈমকে (কালবেলা/জাগোনিউজ) নির্বাচিত করা হয়েছে। 

May be an image of 15 people and text that says "মৌলভীবাজার প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটি কমিটি-২০২৪ -২০২৪ সভাপতি সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল যুগ্া সাধারণ সম্পাদক মৌসুফ চৌধুরী সম্পাদক, দেশপক্ক সরকার জবলু খবরপত্র কোষাধ্যেক্ষ হোসাইন আহমদ যুগান্তর এসঞর্টিভি দপ্তর সম্পাদক সৈয়দ বয়তুল আলী বাংলাদেশ প্রতিদিন প্রচার প্রকাশনা সম্পাদক केका সাংক্ৃতিক সম্পাদক মামুনুর রশিদ মহসিন আবুল হায়দার তরিক সম্পাদক, মুক্তকথা চ্ানেল এস/তাকা প্রতিলিন তুহিন জুবায়ের ইড্ডপেনডেন্ট টিভি ওমর ফারুক নাঈম কালবেলা/জগোনিউজ কার্যকরী সদস্য শাহ অলিদুর রহমান জসিম উদ্দিন সময় টিভি সম্পাদক, মনুবার্তা PRESS আব্দুন্ আজিজ নয়াদিগন্ত মিন্টু দেশওয়ারা আশরাফ আলী ডেইলি স্টার সিলেট মিররঢাকা পোস্ট"


এছাড়া কমিটির কার্যকরী সদস্য হিসেবে শাহ অলিদুর রহমান (সময় টিভি), জসিম উদ্দিন (সম্পাদক মনুবার্তা), আব্দুল আজিজ (নয়াদিগন্ত), মিন্টু দেশওয়ারা (ডেইলি স্টার) ও আশরাফ আলী (সিলেট মিরর/ঢাকা পোস্ট) নির্বাচিত করা হয়। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়