Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 

প্রকাশিত: ১০:৫২, ৮ অক্টোবর ২০২৪

কমলগঞ্জে দুর্গোৎসব উপলক্ষে বিজিবির উদ্যোগে মতবিনিময় সভা

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপনের লক্ষ্যে বিজিবির শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়নের উদ্যোগে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়েছে। 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ হলরুমে সোমবার (০৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিজিবি শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরীর (বিএসপি, পিএসসি) সভাপতিত্বে ইসলামপুর ইউনিয়নের সীমান্তের ৮ কি:মি: এর বিদ্যমান ৯টি সার্ব্বজনীন ও ৩টি ব্যক্তিগত পূজামন্ডপের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সেক্টর কমান্ডার, শ্রীমঙাগল কর্তৃক শ্রীমঙ্গল সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় ১৮৩টি পূজামন্ডপে ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে বিজিবি শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার (বিএসপি, পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় দলমত নির্বিশেষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর জন্য সীমান্ত এলাকার ম-পগুলোতে বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে। 

অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ইসলামপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার সিংহ, বাঘাছড়া চা বাগান সার্ব্বজনীন পূজামন্ডপ কমিটির সভাপতি রাখাল গোয়ালা প্রমুখ বক্তব্য রাখেন। 

এ সময় বিজিবির সহকারি পরিচালক মো: জামাল হোসাইনসহ ৪৬ বিজিবির কর্মকর্তাসহ স্থানীয় ক্যাম্প কমান্ডারসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়