Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:২৯, ১২ অক্টোবর ২০২৪

কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে খাসিয়া শ্রমিকের লা-শ উদ্ধার

কমলগঞ্জের কালেঞ্জী পুঞ্জি এলাকা। ছবি- সংগৃহীত

কমলগঞ্জের কালেঞ্জী পুঞ্জি এলাকা। ছবি- সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জের কালেঞ্জী পুঞ্জি এলাকার একটি ছড়া থেকে পল মার্লিয়া (৪০) নামে এক খাসিয়া শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার কাজ শেষে বাড়ি ফেরার পথে ছড়া পারাপারের সময় পানির স্রোতে ভেসে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। 

শনিবার (১২ অক্টোবর) সকালে গলাচিপা নামক স্থানে তার লাশ ভেসে উঠলে স্থানীয় পুলিশকে খবর দেন। পরে দুপুরে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

কালেঞ্জী পুঞ্জির হেডম্যান নাইট খেরইয়েম জানান, ‌‘পল মার্লিয়া প্রতিদিনের মতো পান জুমে কাজ করতে যান। শুক্রবার বিকালে কাজ শেষে বাড়ি ফেরার পথে কালেঞ্জী পুঞ্জির ছড়া পারাপারের সময় বৃষ্টিতে ছড়ায় পানির স্রোত থাকায় পানিতে ভেসে যায়। অনেক খোঁজাখুজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে পলের মরদেহ একটি খুটিতে আটকা দেখতে পান স্থানীয় খাসিয়ারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দুপুরে লাশ উদ্ধার করেছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের খবর পাওয়ার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়