Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:৪৫, ১৬ অক্টোবর ২০২৪

কার্তিকের শুরুতেই মৌলভীবাজারে শীতের আমেজ 

শ্রীমঙ্গলে কুয়াশাঘেরা একটি চা বাগানের দৃশ্য। ছবি- আই নিউজ

শ্রীমঙ্গলে কুয়াশাঘেরা একটি চা বাগানের দৃশ্য। ছবি- আই নিউজ

আজ থেকে বাংলা কার্তিক মাস শুরু হয়েছে। ঋতুর হিসেবে এই মাসে শীত ঝেঁকে না বসলেও এসময় থেকেই পাওয়া যায় শীতের আমেজ। ঋতুচক্রে আজ থেকে হেমন্তকাল শুরু হলেও টিলা আর হাওর বেষ্টিত মৌলভীবাজারে পড়তে শুরু করেছে কুয়াশাও। মিলছে শীতের আমেজ। সন্ধ্যার পর কিংবা ভোরের প্রকৃতিতে মিলছে শিশির ভেজা কুয়াশার স্পর্শ। 

গেল দুই দিন ধরেই মৌলভীবাজারের শহরের বাইরের এলাকা এবং টিলাবেষ্টিত উঁচুভূমি এলাকায় রীতিমতো পুর্ণভাবেই দেখা মিলছে কুয়াশার। ভোরে ঘুম থেকে উঠলে দেখতে পাওয়া যায় সাদা কুয়াশার পর্দা। ধান এবং ঘাসের ডগায় শিশিরের দোলা আগাম উপস্থিতি দেয় শীতকালের। 

মৌলভীবাজার পর্যটন সমৃদ্ধ জেলা হওয়ায় শীতকালকে ঘিরে এখানকার নানান পেশার মানুষ একটু বেশিই উচ্ছসিত থাকেন। হেমন্তের সময় থেকে পরবর্তী গোটা শীতকাল জুড়ে জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা পর্যটনকেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে থাকে পর্যটক ও দর্শনার্থীদের ভিড়। সারাবছর পর্যটকরা যে পরিমাণ আসেন, সে তুলনায় শীতে আসেন অনেক বেশি। এরজন্য শীতকাল আসলেই পর্যটনকেন্দ্রিক এলাকার মানুষজনের ব্যস্ততাও বাড়ে কয়েকগুণ। 

শ্রীমঙ্গলে একাধিক রিসোর্ট, ইক্যু ট্যুরিজম সাইট ঘুরেও দেখা গেছে আগাম শীতে ঘুরতে বেরিয়ে পড়া পর্যটকদের আনাগোনা। রিসোর্ট ব্যবসায়ীসহ ট্যুরিজম খাতের সাথে জড়িতরা বলছেন- হেমন্তের শুরু থেকেই শ্রীমঙ্গলে ধীরে ধীরে আসতে শুরু করেছেন পর্যটকরা। শীতের কুয়াশায় ঘেরা টিলাভূমিতে ঘুরে ঘুরে চা বাগান দেখা পর্যটকদের বেশি পছন্দ। তাছাড়া, শীতকালে প্রাকৃতিক পরিবেশে নির্মিত রিসোর্টগুলোতে অবকাশ যাপন করতেও ছুটে আসেন অসংখ্য পর্যটক। তাই, শীতের আমেজ পড়তেই ব্যস্ত হয়ে পড়েছেন সংশ্লিষ্ট খাতের বিভিন্ন পেশাজীবীরাও। 

এদিকে, হেমন্তের শুরুতেই শীতের স্পর্শ পাওয়ায় সাম্প্রতিক তীব্র গরম আর তাপপ্রবাহ, ঝড়বৃষ্টি থেকেও যেন মুক্তি পেয়েছেন মৌলভীবাজারের বাসিন্দারা। বেশি স্বস্তি দেখা গেছে কৃষকদের মাঝে। তাঁরা শীতের প্রথম ভাগে ব্যস্ত হয়ে পড়েছেন সিজনাল শাকসবজি রোপণে। লাল শাক, আলু, মুলা, বেগুন, মরিচ, পেঁয়াজ, কুমড়া, লাউ, শিম, বরবটি, শসা সহ নানা জাতের মৌসুমি শাকসবজি আবাদের উত্তম সময় এখন। 

বাবলু হোসেন নামের এক কৃষকের সাথে আলাপ করলে তিনি বলেন, এরিমধ্যে শীতের আমেজ পড়তে শুরু করেছে। সকাল ও রাতে নিয়মিতই কুয়াশার দেখা মিলছে। আগের তুলনায় রাতে এখন তাপমাত্রাও অনেক কম থাকে। এসময় আমরা মৌসুমি শাকসবজির চারা ও বীজ রোপণ করছি। পুরোপুরি শীত শুরুর আগেই এসব শাকসবজি পরিণত হয়ে যাবে। ফলে খাওয়ার পাশাপাশি বাজারে বিক্রি করে অতিরিক্ত আয়ও করা যাবে। আমরা প্রতি মৌসুমে এভাবেই করি।

শীতের আমেজ পড়ার দৃশ্য এখন মৌলভীবাজারের প্রায় সব খানেই। জমিতে মাটি নিড়ানি দিয়ে মৌসুমি শাকসবজি ফলানোর প্রস্তুতিতে ব্যস্ত কৃষকরা। অপরদিকে, শীতে এই জেলায় ঘুরতে আসা পর্যটকদের জন্য প্রস্তুত ব্যবসায়ী ও নানা পেশার মানুষরাও। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়