Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০১, ১৬ অক্টোবর ২০২৪

জানা গেল শ্রীমঙ্গলে টমটম চালক খু-নের রহস্য

পুলিশের হাতে গ্রেফতার হওয়া আসামি রুবেল আহমেদ সাগর ওরফে জসিম (৩০)।

পুলিশের হাতে গ্রেফতার হওয়া আসামি রুবেল আহমেদ সাগর ওরফে জসিম (৩০)।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক টমটম চালকের লা-শ উদ্ধারের পর ২৪ ঘণ্টার মধ্যেই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে এরিমধ্যে হত্যাকাণ্ডে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতের নাম- রুবেল আহমেদ সাগর ওরফে জসিম (৩০)। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি রুবেলকে গ্রেফতার করে পুলিশ। 

এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগান এলাকা থেকে আবুল খয়ের নামে এক টমটম চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এদিনই তথ্য প্রযুক্তির সহায়তায় এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামি রুবেল আহমেদ সাগর ওরফে জসিমকে গ্রেফতার করা হয়। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল বলেন, আমাদের গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল (মঙ্গলবার) বিকেলেই জসিমকে আটক করি। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের এক পর্য়ায়ে সে তার ৩/৪ জন সহযোগী মিলে টমটম চালক আবুল খয়েরকে হত্যার কথা স্বীকার করে।

পুলিশ সূত্র টমটম চালককে হত্যার সম্পর্কে জানায়, গ্রেফতারকৃত আসামি জসিমসহ আরও ৩/৪ জন গত ১৪ অক্টোবর রাত আনুমানিক ০৯ টার সময় ভিকটিম আবুল খয়েরকে অটোরিকসাসহ কালিঘাট চা বাগানে নিয়ে যায় এবং ভিকটিমের মিনি টমটম (মিশুক) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভিকটিম তাদেরকে বাঁধা দিলে তারা ধারালো চাকু দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আসামিদের ধারালো চাকুর আঘাতে ভিকটিম মারা গেলে আসামিরা ভিকটিমের অটোরিকসা নিয়ে চলে যায়। 

আসামিরা ভিকটিমের পরিচিত হওয়ায় এবং অটোরিকসা ছিনতাই করার সময় ভিকটিম আসামিদের চিনতে পারায় ভিকটিমকে হত্যা করা হয় বলে মামলার তদন্তকারী অফিসার এসআই তৌকির আহমেদ জানান। 

বুধবার ভোরে গ্রেফতারকৃত আসামি জসিমের ঘরে অভিযান চালালে হত্যাকাণ্ডের সময় আসামির ব্যবহৃত রক্তের দাগ লেগে থাকা একটি প্যান্ট এবং একটি বেগুনী রংয়ের গোলগলা গেঞ্জি জব্দ করা হয়। মামলার ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়