Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:৫৯, ২১ অক্টোবর ২০২৪

মৌলভীবাজারে অটো রিকশায় বেড়েছে সড়কে অনিয়ম, দুর্ঘটনার ঝুঁকি 

মৌলভীবাজার শহরের চৌমোহনায় অটো রিকশার লাইন। ছবি- আই নিউজ

মৌলভীবাজার শহরের চৌমোহনায় অটো রিকশার লাইন। ছবি- আই নিউজ

সরকার পতনের পর থেকে মৌলভীবাজারে প্রকাশ্যে ব্যাপক হারে অটো রিকশা চলাচল করতে দেখা যায়। বিগত দুই মাসে জেলা সদরে ব্যাটারি চালিত অটো রিকশার সংখ্যা বেড়েছে আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। ফলে, শহরে যানজ্বট সৃষ্টির পাশাপাশি ব্যাটারি চালিত এই হালকা যানবাহনের কারণে বেড়েছে ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকিও। প্রায় প্রতিদিনই শহরের কোথাও না কোথাও দুর্ঘটনার ঘটনা ঘটছে অটো রিকশার। 

মৌলভীবাজার শহরে কোনো অটো রিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও অটো রিকশা বন্ধের প্রতিবাদে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন অটো রিকশা চালকরা। এসময় তারা প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তারা অটো রিকশা চলতে দেওয়ার দাবি তুলেন।

এদিকে, মৌলভীবাজার শহরে অটো রিকশা চলাচল করার পর থেকে বেড়েছে যানজ্বট আর দুর্ঘটনার সংখ্যাও। যাত্রীরা বলছেন আকারে হালকা যান হওয়ায় এবং ব্যস্ত সড়কে দ্রুত গতিতে চালানোর কারণে এসব দুর্ঘটনা ঘটছে। নানা জায়গায় অদক্ষ কিশোররাও এসব অটো রিকশা নিয়ে সড়কে বেরিয়ে পড়ছেন উপার্জনের আশায়। তবে, আইন অমান্য করে যেভাবে ইচ্ছা অটো রিকশা চালানোর কারণে দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। 

সালমান আহমদ নামের একজন ট্রেইলার কর্মী বলেন, আগেই এই রোডে (সেন্ট্রাল রোড) জ্যাম থাকতো প্রায় সারাদিন। কিন্তু, তখন শুধু টমটম আর সিএনজি চলাচল করতো। কিন্তু, বর্তমানে অটো রিকশা সড়কে নামার পর থেকে সেন্ট্রাল রোড দিয়ে নিরাপদে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যত্রতত্র এসব রিকশা পার্কিং করে রাস্তা বন্ধের পাশাপাশি দ্রুত গতিতে রিকশা চালানোয় দুর্ঘটনাও ঘটছে। 

সেন্ট্রাল রোডে অবস্থিত ট্রেডিশন শপিং মলের নিরাপত্তা কর্মী কৃষ্ণ দাস বলেন, অটো রিকশা চালকরা যেখানে সেখানে পার্কিং করে ফেলে, গাড়ি ঘুরিয়ে যাত্রী উঠানো-নামানো করে। এতে করে ব্যস্ত রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাছাড়া, বেশিরভাগ অটো রিকশা চালকেরই সড়কের আইন শৃঙ্খলা সম্পর্কিত কোনো ধারণা থাকে না। ফলে, তাঁরা যেভাবে খুশি সেভাবে রিকশা চালান। 

মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল সড়কের এক দোকানদার বলেন, সম্প্রতি এই রোডে কয়েকটি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। কিছুদিন আগে মোটরসাইকেলের সাথে অটো রিকশার সংঘর্ষ হয়ে দুর্ঘটনা ঘটে। এতে এক কিশোর মাথায় আঘাত পেলে, তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।  

যাত্রীরা অটো রিকশা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বলছেন, শহরের ছোট ছোট সড়কে এই ব্যাটারি চালিত রিকশাগুলো অনেকটাই বেপরোয়াভাবে চলাচল করে। হালকা যানবাহন হওয়ায় এসব রিকশায় তেমন কোনও নিরাপত্তা শিল্ডও থাকে না। ফলে, শহরেই যাত্রী বড় ধরনের ক্ষতির শিকার হতে পারেন। 

যদিও এসব কিছু মানতে নারাজ অটো রিকশা চালকরা। অটো রিকশা বন্ধের প্রতিবাদে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন অটো রিকশা চালকরা। শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে ব্যাটারি চালিত অটো রিকশা চলাচল করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসনের প্রতি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়