মৌলভীবাজার প্রতিনিধি
মানুষ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছে : রাজনগরে এম নাসের রহমান

রাজনগরে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন এম নাসের রহমান। ছবি- আই নিউজ
ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার বিএনপি’র সর্বস্তরের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে ঘর ছাড়া এমনকি দেশ ছাড়া করেছিল। কিন্তু, এখন আর সেই অবস্থা নেই। দেশের মানুষ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছে। রাজনগরে আয়োজিত বিশাল এক জনসভায় এসব কথা বলেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক সাংসদ ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।
শনিবার (২৬ অক্টোবর) রাজনগর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই জনসভার আয়োজন করে রাজনগর উপজেলা বিএনপি। দীর্ঘদিন পর প্রকাশ্যে বিশাল এই জনসভার আয়োজন করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক সাংসদ, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।
রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. জিতু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়যুল করিম ময়ুন।
এদিন জনসভায় বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা। সভায় উপস্থিত থাকবেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী, সদস্যরা ও সমাজের নানা স্তরের মানুষ।
জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ ছিল। ছবি- আই নিউজ
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাসের রহমান বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগ রেজিমের আমলে দেশের বহু নেতা-কর্মীকে গুম করা হয়েছিল। যাদের আজও কোন হদিস পাওয়া যায়নি। এই প্রতিকুল অবস্থার মধ্যে বৃহৎ আকারে না হলেও ভিন্ন কৌশলে কেন্দ্রীয় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু, প্রকাশ্যে বৃহৎ সমাবেশ করা সম্ভব হয়নি। এখন ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। মানুষ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছে। রাজনৈতিক যেকোন কর্মসূচি পালনে এখন আর কোন বাধা নেই। আর তাই দলের তৃণমূল পর্য়ায়ের নেতা-কর্মীদের উজ্জীবিত করতে এ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
উপজেলা বিএনপির দলীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে জর্জড়িত দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি কোন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার মত পরিবেশ পায়নি। দীর্ঘদিন পর এমন জনসভা আয়োজন করা হয়েছে। এই জনসভার লক্ষ্য প্রান্তিক পর্যায়ের বিএনপির নেতাকর্মী ও সদস্যদের উজ্জীবিত করা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’