Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

অঞ্জন রায়, নবীগঞ্জ

প্রকাশিত: ১৬:০৭, ২৯ অক্টোবর ২০২৪

ইভটি-জিংয়ের ঘটনাকে ঘিরে নবীগঞ্জে শিক্ষার্থীকে মহাসড়ক অবরোধ

পুলিশ এসে উত্তেজিৎ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ছবি- আই নিউজ

পুলিশ এসে উত্তেজিৎ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ছবি- আই নিউজ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রাশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যায়ল এন্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার জের ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নবীগঞ্জের শহীদ কিবরিয়া চত্ত্বরে এ নিয়ে বেশকিছু সময় উত্তেজিত অবস্থায় ছিলেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আউশকান্দি রাশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে গত ২৭ অক্টোবর দুপুর ১টার দিকে স্থানীয় বেতাপুর গ্রামের জামাল মিয়ার ছেলে নয়ন মিয়া ও তার সহপাঠী দুই যুবক বাজে মন্তব্য ও ছাত্রীকে মারধোর করে।

এ ঘটনার জেরে আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়ে সুষ্ঠু বিচারের দাবিতে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে প্রতিবাদ মিছিল করে। এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপুর সাড়ে বারোটার দিকে আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বর অবস্থান নেয় ছাত্র-ছাত্রীরা। পরে সিলেট -ঢাকা মহাসড়ক ২.১৫ মিনিট পর্যন্ত অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি ছিল, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

পরবর্তীতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন পিপিএম ঘটনাস্থলে উপস্থিত হন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করেন এবং ৭২ ঘন্টার মধ্যে বখাটে গ্রেফতার শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে ছাত্র-ছাত্রীরা মহাসড়ক তেকে সরে যাওয়ায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়