Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৩, ২৮ নভেম্বর ২০২৪

মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে পরীক্ষা দিলেন ৪৭৫ জন

পরীক্ষায় প্রাথমিক বাছাইপর্বে উত্তীর্ণ ৪৭৫ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। ছবি- আই নিউজ

পরীক্ষায় প্রাথমিক বাছাইপর্বে উত্তীর্ণ ৪৭৫ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর পরীক্ষায় প্রাথমিক বাছাইপর্বে উত্তীর্ণ ৪৭৫ জন প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০.০০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডসহ তিনটি কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেড় ঘন্টা ধরে চলে লিখিত পরীক্ষা।

নিয়োগ বোর্ডের সভাপতি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন পিপিএম (সেবা) লিখিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। 

এসময়ব পুলিশ সুপার লিখিত পরীক্ষা শেষে আগামী ০৪ ডিসেম্বর অনুষ্ঠেয় নিয়োগ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষা সম্পর্কে প্রার্থীদের ধারণা দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সবাইকে প্রতারক চক্রের প্রলোভন থেকে দূরে থাকা এবং মৌখিক পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করার আহবান জানান। 

এছাড়াও এদিন পরীক্ষা কেন্দ্রে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) খালেদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন প্রমুখ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়