Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

প্রকাশিত: ১১:০৮, ২৮ নভেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রি সেলসিয়াস

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

চা বাগান ও টিলাবেষ্টিত শ্রীমঙ্গল উপজেলায় গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে উঠানামা করছিলো। তবে আজ বৃহস্পতিবার শ্রীমঙ্গলের তাপমাত্রা এক ডিগ্রি কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক শূন্য ডিগ্রি দাঁড়িয়েছে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস। আবহাওয়া কর্মকর্তা আনিসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে বুধবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। 

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন- সময়ের সাথে পাল্লা দিয়ে প্রায় প্রতিদিন কমছে তাপমাত্রা। গত দুই দিনে শ্রীমঙ্গলে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি। এ অবস্থায় উপজেলা জুরে শীতের প্রকোপও বাড়ছে। আগের চেয়ে বেশি অনুভূত হচ্ছে শীত। 

এদিকে শীত বাড়ার সাথে সাথে শিশু ও বৃদ্ধদের মধ্যে দেখা দিয়েছে শীতজনিত নানা অসুখবিসুখ। মৌলভীবাজার সদর হাসপাতাল ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় প্রতিদিনই ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় শিশু, বৃদ্ধসহ সবাইকে ঠাণ্ডা থেকে সতর্ক থাকার পরামর্শ দায়িত্বরত দিচ্ছেন চিকিৎসকরা।

আই নিউজ/এইচএ  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়