Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০২, ৮ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২১:৫২, ৮ ডিসেম্বর ২০২৪

মোস্তফাপুরে শেখ রুমেলের বাড়িতে অ`গ্নি`কা`ণ্ড, মা ও চাচির মৃ`ত্যু

মোস্তফাপুরে শেখ রুমেলের বাড়িতে অ`গ্নি`কা`ণ্ড

মোস্তফাপুরে শেখ রুমেলের বাড়িতে অ`গ্নি`কা`ণ্ড

মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে মধ্যরাতে অ'গ্নি'কা'ণ্ডে'র ঘটনা ঘটেছে। এ ঘটনায় মা শেখ মেহেরুন্নেসা (৬৫) ও চাচি ফুলেছা বেগম (৬০) মা'রা গেছেন। ভ'স্মি'ভূ'ত হয়েছে ডুপ্লেক্স বাড়ির ভেতরের আসবাবপত্র। 

শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে দু'র্ঘ'ট'নাটি ঘটে। 

জানা গেছে আজ রোববার (৮ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় মোস্তফাপুরে নিজ বাড়িতে নামাজে-জানাযা অনুষ্ঠিত হবে। 

শেখ রুমেল সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

রুমেল আহমদের মামা মকছুছ মিয়া বলেন, বাড়িতে রুমেলের মা ও চাচি থাকতেন। সিকিউরিটি গার্ড থাকতেন আলাদা রুমে। গতকাল দিবাগত রাত তিনটার দিকে বাড়িতে আ'গু'ন জ্বলতে দেখেন সিকিউরিটি গার্ড। পরে আশপাশের লোকজন ও মসজিদের মাইকে বিষয়টি জানানো হয়। খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আ'গু'ন নিয়ন্ত্রণ আনে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা যিশু তালুকদার বলেন, ‘রাতে আ'গু'ন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এ সময় বাড়িতে থাকা মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে আ'গু'নে'র ধোঁয়ায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাঁদের উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃ'ত ঘোষণা করেন।  প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় গণমাধ্যমকে জানান, রাতে মোস্তফাপুর গ্রামে শেখ রুমেলের বাড়িতে এ অ'গ্নি'কা'ণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। এসময় মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে আ'গু'নের ধোঁয়ায় অজ্ঞানরত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃ'ত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অ'গ্নি'কা'ণ্ডে'র ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তারা কাজ করছে বলেও জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজারের (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল গণমাধ্যমকে বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে আ'গু'ন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়