মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:১৮, ১২ ডিসেম্বর ২০২৪
মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি
মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার কর্মী সম্মেলন আগামী ২১ শে ডিসেম্বর স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়েত ডা. শফিকুর রহমান। সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মাঠ ও মঞ্চ প্রস্তুতির আয়োজন চলছে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল দশটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শনে আসেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের। পরিদর্শনে নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, নব জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী, জেলা অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলাউদ্দিন শাহ ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর আমীর মো. ফখরুল ইসলাম, ছাত্রশিবির শহর ও জেলা সভাপতি যথাক্রমে তারেক আজিজ ও হাফেজ আলম হোসাইন, পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, সদর সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ চৌধুরীসহ অন্যান্য জামায়াত শিবিরের জেলা, উপজেলা, পৌরসভার স্থানীয় দায়িত্বশীলবৃন্দ।
মাঠ পরিদর্শন শেষে সম্মেলনের সফলতা কামনা করে উপস্থিত মিডিয়াকর্মীদের উদ্দেশ্যে অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের জানান- আগামী ২১ ডিসেম্বর শনিবার মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০ টায় আরম্ভ হয়ে দুপুরে যোহরের নামাজের আগে শেষ হবে।
তিনি বলেন- ‘এ সম্মেলনে শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর আমাদের এই জেলার কৃতি সন্তান মজলুম জননেতা ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বক্তব্য পেশ করবেন। এছাড়াও জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট বিভাগের নেতৃবৃন্দ, মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশন পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে দাওয়াত দেওয়া হয়েছে। আমরা আশা করি সকলেই উপস্থিত হয়ে নতুন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।’
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’