মৌলভীবাজার প্রতিনিধি
এমসিএসের দ্বিবার্ষিক পরিষদ গঠন: চেয়ারম্যান জাবেদ, এমডি মুন্না
![এমসিএসের দ্বিবার্ষিক পরিষদ গঠন: চেয়ারম্যান জাবেদ (বাম থেকে পঞ্চম), এমডি মুন্না (বাম থেকে চতুর্থ)। এমসিএসের দ্বিবার্ষিক পরিষদ গঠন: চেয়ারম্যান জাবেদ (বাম থেকে পঞ্চম), এমডি মুন্না (বাম থেকে চতুর্থ)।](https://www.eyenews.news/media/imgAll/2024July/MCS-Cable-System-Moulvibaza-2501031436.jpg)
এমসিএসের দ্বিবার্ষিক পরিষদ গঠন: চেয়ারম্যান জাবেদ (বাম থেকে পঞ্চম), এমডি মুন্না (বাম থেকে চতুর্থ)।
মৌলভীবাজার ক্যাবল সিস্টেমস এমসিএস-এর দ্বিবার্ষিক কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নতুন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাসান আহমেদ জাবেদ, ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মোছাব্বির আলী মুন্না।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) মৌলভীবাজার ক্যাবল সিস্টেমস (এমসিএস) এর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পুরাতন পরিষদের চেয়ারম্যান শওকত হাসান খান এলিন ও ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুর রহমান দিপু নতুন পরিষদের নিকট এমসিএস এর দায়িত্ব হস্তান্তর করেন।
নতুন পরিষদের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পরিচালকরা হলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ আবুল কালাম আজাদ পারভেজ, ভাইস চেয়ারম্যান মীর এম এ সালাম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ শাওন, অর্থ পরিচালক মশিউর রহমান রিপন, সহকারী অর্থ পরিচালক শাহজাহান উদ্দিন ভূইয়া, কারিগরি পরিচালক আহবাবুর রহমান, সহকারী কারিগরি পরিচালক জহির আহমেদ জোয়াহির, ক্রয়-বিক্রয় পরিচালক মো. শহিদুল হক, সহকারী ক্রয়-বিক্রয় পরিচালক মিনহাজুল হক পান্না। সদস্য হিসেবে আছেন শওকত হাসান খান এলিন, জহির উদ্দিন চৌধুরী বাবর, মো. রানা খান শাহীন, মো. সিরাজুর রহমান দিপু, মো. লাভলু আহমদ, শশাংক পাল, মো. কামরুল ইসলাম সোহান, চয়ন কুমার রায়, নির্মল বিশ্বাস, আশিকুর রহমান, সৈয়দ বুরহান আলী রাকিব।
উল্লেখ্য যে মৌলভীবাজার ক্যাবল সিস্টেমস (এমসিএস) স্যাটেলাইট সিগনাল কন্ট্রোল করে সারা জেলায় একটি মাত্র সিগনাল দ্বারা সেট টপ বক্সের মাধ্যমে ডিজিটাল ক্যাবল টিভি সেবা দিয়ে আসছে।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’