শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৮:৫২, ১০ ফেব্রুয়ারি ২০২৫
শ্রীমঙ্গলে মনিপুরী তাঁতশিল্পের বুনন কৌশল প্রশিক্ষন
মনিপুরী তাঁতশিল্পের বুনন কৌশল দেখছেন ত্রিপুরা জনগোষ্ঠীর নারীরা। ছবি: আই নিউজ
শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী মনিপুরী তাঁতশিল্প সংরক্ষণ ও ত্রিপুরা জনগোষ্ঠীর নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে দশ দিনব্যাপী মনিপুরী তাঁতশিল্পের বুনন কৌশল প্রশিক্ষন শুরু হয়েছে। এতে নারীরা সুতা দিয়ে কিভাবে শাড়ি, চাদর, গামছা ও মাফলার তৈরি করতে পারে সে বিষয়ে প্রশিক্ষন দেওয়া হচ্ছে।
গত (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার থেকে ক্ষুদ্র, মাঝারি শিল্প শিল্প ফাউন্ডেশনের (এসএমই) আয়োজনে উপজেলার ত্রিপুরা জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা ডলুবাড়িতে এই প্রশিক্ষণ শুরু হয়। চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রশিক্ষণে অংশ নেয়া বিনতা দেববর্মা বলেন, ‘আমি তাঁতের কিছু পারতাম না। এই প্রশিক্ষণে এসে সুতা গুছানো, তাতে সুতা লাগানো, শাড়ি বুননের কৌশল শিখতে পেরেছি। এখনো পুরোপুরি এক্সপার্ট হতে পারি নি। তবে অনেক কিছুই শিখেছি। আমরা ত্রিপুরা জনগোষ্ঠীর নারীরা তাঁতের ছোট ছোট কাজ পারি, কিন্তু শাড়ি তৈরী করিনি। আমাদের গ্রামের ৩০ জন নারী শাড়ি বুনন শিখছে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা তাঁত কখনো ছুয়েও দেখেনি। এখানে এসে কাজ শিখতে পারছে। আমরা নারীরা বাসায় থেকে এই শাড়ি বুনন করে বাড়তি টাকা উপার্জন করতে পারবো। এই প্রশিক্ষণটি আমাদের জন্য অনেক উপকারী হবে।’
এসএমই এর প্রশিক্ষক সালেহা বেগম বলেন, ‘আমরা হাতশিল্পের কাজ শিখাচ্ছি। এই নারীদের কয়েকজন তাঁতের কিছু কিছু কাজ পারতো। এখানে আমাদের প্রশিক্ষনে অংশ নিয়ে এখন তারা দ্রুতই শাড়ি বুনন শিখেছে। প্রতিদিন সকাল থেকে রাত বিকাল অব্দি আমরা সুতা থেকে শাড়ি তৈরী করার সকল কৌশল বুঝিয়ে দিচ্ছি। তারাও খুব আগ্রহ নিয়ে সেটা শিখতে পারছে।’
এসএমই ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মো. রবিউল ইসলাম রাসেল বলেন, ‘গত ৪ ফেব্রুয়ারী থেকে আমরা ১০ দিনব্যাপী প্রশিক্ষণ এর আয়োজন করি। এই প্রশিক্ষণে ত্রিপুরা জনগোষ্ঠীর নারীরা তাঁত দিয়ে মনিপুরীদের ঐতিহ্যবাহী শাড়ি, ওরনা, চাদর, মাফলার ইত্যাদি বানানো শিখছে। কয়েকদিনের প্রশিক্ষণে তারা মোটামুটি নিজেরাই এখন শাড়ি বুনতে পারছে। আশা করবো এই প্রশিক্ষণ থেকে শিক্ষা নিয়ে তারা বানিজ্যিকভাবে পন্যগুলো তৈরী করে বিক্রয় করবে। আগামী ১৩ তারিখ প্রশিক্ষণ শেষে আমরা প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দিবো।’
তিনি বলেন, ‘মনিপুরী তাঁতশিল্প বাংলাদেশের একটি সমৃদ্ধ ঐতিহ্য। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই শিল্প কিছুটা পিছিয়ে পড়েছে। তাই এই প্রশিক্ষণের মাধ্যমে ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি নারীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ করা হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা পরে উদ্যোক্তা হিসেবে নিজস্ব তাঁতশিল্প ব্যবসা গড়ে তুলতে পারবেন। এই উদ্যোগ সফল হলে ত্রিপুরা জনগোষ্ঠীর নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন এবং মনিপুরী তাঁতশিল্প নতুনভাবে বিকশিত হবে। এসএমই ফাউন্ডেশনের এই প্রশিক্ষণ কর্মসূচি শুধু ঐতিহ্য সংরক্ষণের নয়, বরং নারীদের অর্থনৈতিক মুক্তিরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
আই নিউজ/আরএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’