Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৯, ১০ আগস্ট ২০২২
আপডেট: ২১:৩৩, ১০ আগস্ট ২০২২

সংস্কারের অভাব, নবীগঞ্জ-মার্কুলী সড়কে দুর্ভোগ চরমে

জীবনের ঝুকিঁ নিয়ে এভাবেই প্রতিদিন যানবাহনে চলাচল করছেন মানুষজন। - ছবি : আইনিউজ

জীবনের ঝুকিঁ নিয়ে এভাবেই প্রতিদিন যানবাহনে চলাচল করছেন মানুষজন। - ছবি : আইনিউজ

বন্যা পরবর্তী সময়ে নবীগঞ্জ-মার্কুলী সড়ক বিধ্বস্ত হয়ে পড়েছে। বিপদজনক হয়ে ওঠা সড়কে জীবনের ঝুকিঁ নিয়েই যানবাহনে চলাচল করছেন মানুষজন। 

ওই সড়কের ফার্মের বাজার সংলগ্ন স্থানে, নতুন বাজার এলাকায়, সোনাপুর বাজার যাবার আগে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।

বিশাল গর্ত আর জনাকীর্ণ রাস্তার কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে ছোট ছোট গাড়ি করে আসা যাওয়া করতে হচ্ছে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নবাসীসহ মার্কুলী এলাকার লক্ষাধিক মানুষকে। 

এদিকে বন্যায় উপজেলার সোনাপুর বাজার সংলগ্ন রাস্তা ভেঙ্গে দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ফলে সড়ক পার হতে বাশেঁর সাকোঁ ব্যবহার করছেন লোকজনেরা। এক্ষেত্রে বয়স্ক, শিশু এবং নারীরা বেশি সমস্যা সম্মুখীন  হচ্ছেন।

এছাড়া ফার্মের বাজারের সামনেও সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুকিঁ নিয়ে চলাচল করতে হচ্ছে জনসাধারণকে।

এমন অবস্থায় এলজিইডি অফিসের নীরবতায় জনমনে তীব্র ক্ষোভ দেখা গেছে। এলাকার লোকজন বলছেন, বন্যায় ব্যাপক  ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা দুঃখজনক। অতিরিক্ত ভাড়া ও জীবনের ঝুকিঁ নিয়ে রাস্তায় গাড়ী বদল করে তাদের নবীগঞ্জ শহরে আসতে হয়। জরুরী ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তারা।

আইনিউজ/অঞ্জন রায়/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সংস্কারের অভাব, নবীগঞ্জ-মার্কুলী সড়কে দুর্ভোগ চরমে ।। EYE NEWS ।। NABIGANJ

কোথায় কত বাড়লো বাস ভাড়া

ওজনে ডিজেল কম, ফিলিং স্টেশনকে চল্লিশ হাজার টাকা জরিমানা || Eye News || Moulvibazar || Filling Station

রাত ৮টায় দোকান বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা || Eye News

শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন | Tea Stall | Old Woman | Moulvibazar | Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়