Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩২, ২৪ আগস্ট ২০২২
আপডেট: ২০:৩৫, ২৪ আগস্ট ২০২২

শেখ হাসিনার ভিডিও বার্তা চান চা-শ্রমিকরা

চা-পাতা উত্তোলন করছেন চা শ্রমিকরা। - ছবি : আইনিউজ

চা-পাতা উত্তোলন করছেন চা শ্রমিকরা। - ছবি : আইনিউজ

মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে থাকা চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বার্তার দাবি জানানো হয়েছে। বরাবর নৌকা মার্কায় ভোট দিয়ে আসা এই পেশাজীবীদের এক নেতা সরকারপ্রধানকে মা সম্বোধন করে অবিলম্বে তার বক্তব্য দাবি করেছেন।

সন্ধ্যা রাণী নামে ওই নেতা বুধবার হবিগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে বলেন, ‘আমরা সব সময় নৌকায় ভোট দিই। আর আমাদের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে একটা ভিডিও বার্তা দিতে পারেন না?

‘ডিসি-এসপি চিনি না, আমাদের ৩০০ টাকা মজুরি দাও, আমরা কাজে ফিরে যাব। না হলে আমরা বাগানে কাজে যাব না। প্রয়োজনে আমরা বিভিন্ন কোম্পানিতে কাজে চলে যাব।’

চা-শ্রমিকদের আন্দোলনের মধ্যে সম্প্রতি মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করার বিষয়ে একটি চুক্তি হলেও সেটি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা।

ঢাকায় সমঝোতার সেই বৈঠকে বাগান মালিকরা মজুরি ২০ টাকা বাড়াতে চেয়েছিলেন। তবে আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুস শহীদ জানান, প্রধানমন্ত্রী আরও ৫ টাকা বাড়াতে বলেছেন।

আর আপাতত এই মজুরি দেয়া হবে। সেপ্টেম্বরে ভারত সফর থেকে ফিরে শেখ হাসিনা চা-শ্রমিকদের সঙ্গে বসে মজুরি চূড়ান্ত করবেন। এ নিয়ে নানা ঘটনার পর শ্রমিকদের একাংশ পুরোনো মজুরি ১২০ টাকাতেই কাজ করার ঘোষণা দিয়ে বাগানে ফেরেন। তারা শেখ হাসিনার ওপর আস্থা রেখেছেন, যাকে বছরের পর বছর ধরে তারা ভোট দিয়ে এসেছেন।

তবে একটি বড় অংশই কাজে ফেরেননি এখনও। প্রতিদিনই সড়ক অবরোধসহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। বুধবার হবিগঞ্জে বৈঠকে বেগম খান চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি চন্দ্র কর্মকার বলেন, ‘আমরা বাগানে কাজে যাব মায়ের (প্রধানমন্ত্রী) কথায়, মাসির (অন্য কারও) কথায় কাজে যাব না।’

চুনারুঘাট উপজেলা প্রশাসনের হলরুমে বুধবার বেলা সাড়ে ১১টার থেকে সাড়ে ৪ ঘণ্টা ধরে জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে পঞ্চায়েত নেতাদের বৈঠক চলে। এতে লস্করপুর ভ্যালির ২৪টি চা বাগানের শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন।

শ্রমিকদের পক্ষে চন্দ্র কর্মকার বলেন, ‘আমরা বারবার একই কথা বলছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মা। মা যদি ১২০ টাকা মজুরিতেই কাজে যেতে বলেন, তাহলেও আমরা কাজে যাব। কোনো ডিসি-এসপির কথায় আমরা কাজে যাব না।’ জেলা প্রশাসক ইশরাত জাহান শ্রমিক নেতাদের বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্গাপূজার পর আপনাদের মজুরির বিষয়টি দেখবেন। তাই আপাতত আপনারা কাজে ফিরে যান।

‘আপনারা কাজে ফিরে গেলে আপনাদের সব সুযোগ-সুবিধার বিষয়ে আমি দেখব। আপনারা যাতে কোনো বিষয়ে বঞ্চিত না হন তার ব্যবস্থা আমি নেব।’ চা-শ্রমিক নারী সংগঠনের সভাপতি খায়রুন আক্তার বলেন, ‘আমাদের নেতারা বিক্রি হয়ে গেছে। তারা সকালে এক কথা কয়, বিকেলে আরেক কথা কয়। ‘আমরা তাদের কথা আর শুনি না। যতদিন পর্যন্ত ৩০০ টাকা মজুরি দেবে না, ততদিন কেউ কাজে যাবে না।’

বুধবার ১৬তম দিনের মতো চলছে চা-শ্রমিকদের কর্মবিরতি। তাদের দাবি, দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা। এই দাবিতে গত ৯ আগস্ট থেকে আন্দোলনে নামেন দেশের ১৬৬ চা বাগানের দেড় লাখের বেশি শ্রমিক। সেদিন থেকে চার দিন পর্যন্ত ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন।

এরপর গত ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য পুরোদমে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন তারা। এর মধ্যে কয়েক দফা প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও তা সমাধান হয়নি।

আইনিউজ/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

চা শ্রমিক মা কিভাবে ছেলেকে পড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শুনুন সেই সংগ্রামের গল্প || Eye News

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল || Eye News || Moulvibazar || Bout

সিরিজ বোমা হামলা দিবসে মৌলভীবাজারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল || Eye News || Awami League || Moulvibazar

মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’

বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়