অঞ্জন রায়, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
লাইসেন্সবিহীন টমটমের দখলে নবীগঞ্জ শহর, জনভোগান্তি চরমে
![অবৈধ অটো-রিক্সাগুলো শহরের যত্রতত্র পার্কিং করে রাখা হচ্ছে অবৈধ অটো-রিক্সাগুলো শহরের যত্রতত্র পার্কিং করে রাখা হচ্ছে](https://www.eyenews.news/media/imgAll/2021April/লাইসেন্সবিহীন-টমটম-নবীগঞ্জে-চরম-জনভোগান্তি-eyenews-2210251951.jpg)
অবৈধ অটো-রিক্সাগুলো শহরের যত্রতত্র পার্কিং করে রাখা হচ্ছে
লাইসেন্সবিহীন ব্যাটারী চালিত অটো-রিক্সার (টমটম) কারণে হবিগঞ্জ জেলার নবীগঞ্জের পৌর এলাকার নাগরিকদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। বৈদ্যুতিক মোটর চালিত অবৈধ অটো-রিক্সাগুলো শহরের যত্রতত্র পার্কিং ও শিশুসহ অদক্ষ চালক দ্বারা পরিচালিত হওয়ায় ঘটছে দূর্ঘটনা। এতকিছুর পরেও আইনের কোন তোয়াক্কাও করছেন না টমটম চালকরা।
উপজেলা শহর নবীগঞ্জ টমটমের অব্যবস্থাপনা যানজটের অন্যতম কারণ বলে মনে করছে সচেতন নাগরিকরা। ফলে সাধারণ পথচারী থেকে শুরু করে খোদ ট্রাফিক বিভাগও অতিষ্ট হয়ে উঠেছে।
সপ্তাহের রবিবার, মঙ্গলবার ও শুক্রবার নবীগঞ্জ পৌর শহরে সাপ্তাহিক পশুর হাটের দিন। সদর ও পৌর এলাকা ছাড়াও বিভিন্ন ইউনিয়নের টমটমের আগমন ও নিয়ন্ত্রণহীন ভাবে পরিচালনায় তীব্র যানজটের ফলে অন্যান্য পরিবহণের পথচারী ও বিভিন্ন দপ্তরে কর্মমূখী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের সময় ব্যয় হচ্ছে অতিরিক্তি মাত্রায়।
অটো-রিক্সার বেশির ভাগ চালক অপ্রশিক্ষিত হওয়ার ফলে অহরহ ঘটছে দূর্ঘটনা। পঙ্গুত্ব বরণ করছে সাধারণ পথচারী, চালক ও শিশুরা। বৈদ্যুতিকভাবে চার্জ করার ফলে প্রতিদিন প্রচুর পরিমাণে বিদ্যুৎ অপচয় ও অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ নতুন কিছু নয়।
সরেজমিনে দেখা যায়, নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কগুলো ছাড়াও অলিগলিও ব্যাটারী চালিত অটো-রিক্সার দখলে। এদিকে রিক্সাগুলোতে অবৈধ এলইডি লাইট, নিষিদ্ধ ঘোষিত উচ্চমাত্রার হাইড্রোলিক হর্ণের কারণে পরিবেশ নষ্টসহ সাধারণ মানুষের নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে।
নবীগঞ্জ পৌর এলাকায় এক হাজার অটো-রিক্সা চলাচলের অনুমতি দেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান। কিন্তু বাস্তবে এর কয়েক গুণেরও বেশি টমটম পৌর এলাকায় চলাচল করছে।
অতিরিক্ত মাত্রায় অবৈধ অটো-রিক্সা বেড়ে যাওয়ার ফলে এসব যানবাহনের যত্রতত্র পার্কিং ও চালকদের বেপোরোয়া গতি ও শৃঙ্খলায় কোনো ভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না ট্রাফিক বিভাগও।
নির্দিষ্ট টার্মিনাল পর্যন্ত চলাচলের ব্যবস্থা, যত্রতত্র পার্কিং বন্ধ, সীমিত গতি, সুদক্ষ চালক ও বয়সের সীমাদ্ধতা করে দেবারও দরকার আছে বলে মনে করেন স্থানীয়রা।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: ডালিম আহমদ বলেন, পৌরসভা লাইসেন্স ব্যতীত অন্য অবৈধ অটো রিস্কা মিশুক টমটম আইনের আওতায় আনা হবে আমাদের ট্রাফিক বিভাগ কর্মরর্ত আছে।
নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন, আইনের আওতায় যে কোন বিষয় সুশৃঙ্খল এটাই বাস্তবতা। তাই লাইসেন্স ও নিয়মে চলাচল মাধ্যমে বেপরোয়া ও দূর্ঘটনা প্রতিরোধ সম্ভব এবং নাগরিক সচেতন হলেও দেশ, শহর ও পৌরবাসী উপকৃত হবে বলে তিনি মন্তব্য করেন।পৌর সভায় অটো রিস্কা, মিশুক, টমটম সব মিলিয়ে এক হাজার লাইসেন্স প্রদান করা হবে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’