আইনিউজ ডেস্ক
নবীগঞ্জে ইট ভাটায় যাচ্ছে ফসলি জমির মাটি, নিরব প্রশাসন
![কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটাসহ নির্মাণ সংশ্লিষ্ট কাজে। ছবি- আই নিউজ কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটাসহ নির্মাণ সংশ্লিষ্ট কাজে। ছবি- আই নিউজ](https://www.eyenews.news/media/imgAll/2021April/নবীগঞ্জে-অবাদে-মাটি-বিক্রি-শঙ্কায়-ফসলি-জমির-চাষীরা-eyenews-2301052005.jpg)
কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটাসহ নির্মাণ সংশ্লিষ্ট কাজে। ছবি- আই নিউজ
মাটিখেকোদের দৌরাত্ম্য কিছুতেই কমছে না, সঙ্কটে কৃষি জমি। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অবাধে কাটা হচ্ছে কৃষি জমির মাটি। এতে কমছে চাষাবাদ। পাশাপাশি বিপর্যয় ঘটছে পরিবেশের। দেদারসে কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটাসহ নির্মাণ সংশ্লিষ্ট কাজে। মাটিবাহী ট্রাক ও ট্রাক্টর চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক।
আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সরজমিন ঘুরে দেখা যায়, নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউপিধীন অবস্থিত এশিয়ার বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র পারকুল পাওয়ার প্ল্যান্ট এলাকার দক্ষিণে হাচনখালী নামক হাওড় হইতে অবাধে অসংখ্য কৃষিজমি থেকে মাটি কাটা হচ্ছে। এসব মাটি আবার ট্রাক ও ট্রাক্টর গাড়িতে বহন করে বনগাঁও সড়ক দিয়ে মহাসড়ক ব্যবহার করে বিভিন্ন ইটভাটায় যাচ্ছে। এতে ঐ এলাকার পরিবেশসহ রাস্তায় পথচারী ও স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরা ধুলাবালির জন্য ব্যাপক ভোগান্তি পোহাচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, বারবার প্রশাসনের কাছে এসব বিষয়ে অভিযোগ দিলেও সুফল মিলছে না। আবাদি জমির ওপরের দিকের মাটি কেটে নেওয়ায় কমছে ঊর্বরতা। তাদের শঙ্কা, এমন অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে মাটির জন্য বড় ধরণের বিপর্যয় দেখা দিতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, একাধিক সিন্ডিকেট মাটির ব্যবসায় সক্রিয়। এতে জড়িত ব্যক্তিরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাত করে অবাধে কেটে চলেছেন কৃষি জমির উর্বর মাটি। ফলে কমে যাচ্ছে চাষাবাদ।
উপজেলার সচেতন মহলের অনেকেই বলছেন, বেশির ভাগ মাটি কিনছেন ইটভাটার মালিক কিংবা বিত্তবান ব্যক্তিরা। এমন অবস্থা চলতে থাকলে একসময় মাটিও আমদানি নির্ভর হতে হবে আমাদের। মূলত টাকার লোভে অনেকে মাটি বিক্রিতে ঝুঁকছেন। ১০-১২ ফুট গভীর গর্ত তৈরি করে মাটি বিক্রি হচ্ছে। ফলে পাশের জমির মাটিও ভেঙে পরে যাওয়ার শঙ্কার সৃষ্টি হচ্ছে। বাধ্য হয়ে ওই সব জমির মাটিও বিক্রি করছেন মালিকেরা।
প্রভাবশালী মাটি ব্যবসায়ীদের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আরও একজন বলেন, রাতের আঁধারে আরও অসংখ্য জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি ব্যবসায়ীরা। কিছু বললে হুমকি দিচ্ছে। মাটিখেকোরা কৃষি জমিকে আবাদ অযোগ্য জমিতে পরিণত করছে। ডহিতড এসব দেখেও প্রশাসন নীরব।
তবে অধিকাংশ অভিযোগকারীর তীর উপজেলার পারকুল গ্রামের মাটি ব্যবসায়ী আনহার মিয়া ও দাউদপুর গ্রামের লিটন মিয়ার দিকে।
অভিযোগের বিষয়টি আনহার মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন- ৫-৬ ধরে মাটিকাটা হচ্ছে এ কথা সত্যি। আমি মাটি ব্যবসায়ী বা আমি মাটি কাটাচ্ছি এ কথাটি সত্য নয়। অপরদিকে অভিযোগের বিষয়টি স্বীকার করে দাউদপুর গ্রামের লিটন মিয়ার বলেন- আমি বাংলাদেশ প্রেসক্লাব নবীগঞ্জ কমিটির কোষাধ্যক্ষ। আমাকে এসব বলে লাভ নেই।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে আমি জানতে পেরেছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে। মাটি কাটার সাথে জড়িতদের খোঁজে বের করে ব্যাবস্থা নেয়া হবে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (হবিগঞ্জ) আখতারুজ্জামান বলেন- এ ব্যাপারে আমাদের করণীয় কিছু নেই। এটি এসিল্যান্ড ও কৃষি কর্মকর্তার এখতিয়ার।
বিষয়টি নিয়ে নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার এ কে এম মাকসুদুল আলম এর নিকট জানতে চাইলে তিনি বলেন- জমির উপরের ৬ ইঞ্চি মাটি খুবই গুরুত্বপূর্ণ। টাকার লোভে কিছু মানুষ কৃষি জমির মাটি বিক্রি করে জমিকে নষ্ট করছেন। এ বিষয়ে সহকারী কমিশনারের (ভূমি) সাথে কথা বলবো।
এ বিষয়ে জানতে চাইলে নবীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহরিয়ার বলেন- বিষয়টি আমি উক্ত ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে অবগত হয়েছি। এরা খুব চালাক প্রকৃতির। সরেজমিনে গিয়ে এদের পাওয়া যায় না। তাই আমরা ব্যবস্থা নিতে পারি না।
আই নিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’