হবিগঞ্জ প্রতিনিধি
শায়েস্তাগঞ্জে র্যাবের জালে আটক দুর্ধর্ষ ডাকাত দল
আটক ৬ সদস্যের ডাকাত দল। ছবি- সংগৃহীত
শায়েস্তাগঞ্জ ক্যাম্পের র্যাবের একটি দলের জালে ধরা দিয়েছে ছয় দুর্ধর্ষ ডাকাত। আটক ছয় ডাকাত এক জায়গায় ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নেয়ার সময়ই ধরা পড়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর হাতে।
সোমবার দিবাগত (৩১ জানুয়ারি) রাত আড়াইটার দিকে ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর থানার আতুকুরা বাজার এলাকা থেকে ৬ জনের ডাকাত দলটিকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার ডাকাতরা হলো- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উরালকুল গ্রামের মো. আব্দুর রউফের ছেলে মো. আবুল কালাম (২৬), লাখাই থানার মুরিআগ (পশ্চিম পাড়া) গ্রামের রুহুল আমীনের ছেলে মো. জসীম মিয়া (২৪), একই থানার বামৈ কাটিয়ারা গ্রামের মো. রতন মিয়ার ছেলে মো. রিপন মিয়া (২১), বামৈ পশ্চিম গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে মো. লাভলু মিয়া (২৩), একই গ্রামের মৃত মলয় মিয়ার ছেলে মাহমুদুল হাসান জুয়েল (৩৫) এবং নিবারণ সরকারের ছেলে সবুজ সরকার (২১)।
এসময় আটক ডাকাতদের কাছ থেকে বিভিন্ন ধরনের ধারালো রামদা, বিভিন্ন রকমের রড, চাপাতি, হাতুড়ি, বল্লমসহ ডাকাতিতে ব্যবহার করা নানান অস্ত্র উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃতদের মধ্যে আবুল কালাম এ দলের সর্দার বলে জানা গেছে। তার নেতৃত্বে এবং পরিকল্পনায় শীতকালে সিলেটসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মেলা, ওয়াজ মাহফিল ও ওরস ইত্যাদি অনুষ্ঠানকে কেন্দ্র করে এ দল ডাকাতির ঘটনা ঘটাতো।
একইভাবে গত ২৭ জানুয়ারি রাতে নাসিরনগর থানার বড়ইউড়ি গ্রামের ওরস থেকে কয়েকজন সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে চাপরতলা-খান্দুরা সড়কে তাদের মালামাল লুট করে কালাম ডাকাতের দল।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আল আলম জানান- ওই রাতে কালাম ডাকাতের দল ওরস ফেরত মানুষজনের চোখ ও হাত বেঁধে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এসময় বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ডাকাতরা। এ ঘটনায় পরদিন অটোরিকশা চালক বাদী হয়ে নাসিরনগর থানায় অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন।
এদিকে, আলোচিত এ ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর পাশাপাশি তদন্ত শুরু করে র্যাব-৯-ও। সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে নাসিরনগর থানার আতুকুরা বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে কালাম ও তার সঙ্গীরা। পরে রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে এ দলের ৬জনকে গ্রেফতার করে র্যাব। তবে বাকি ডাকাতরা পালিয়ে যায়।
এএসপি আফসান-আল-আলম আরও জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ২৭ জানুয়ারির ডাকাতির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে স্বীকার করেছে। এছাড়াও সোমবার দিবাগত রাতে নাসিরনগরের আতুকুরা বাজার এলাকায় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো বলে জানায়।
জিজ্ঞাসাবাদের পর ৬ ডাকাতকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
আই নিউজ/এইচএ
আই নিউজের ভিডিও গ্যালারী
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’