Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০৭, ১০ সেপ্টেম্বর ২০২৩

জামিন পান নি হবিগঞ্জের বিএনপি নেতা জি কে গউছ

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঢাকায় গুলশানে বাসায় ফেরার পথে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা জিকে গউছের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। জামিন আবেদন করেও জামিন পান নি এই  বিরোধী দলীয় নেতা। 

আজ রোববার (১০ সেপ্টেম্বর) তার আইনজীবীরা হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন।

একইদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। তবে শুনানি শেষে উভয়পক্ষের আবেদন নামঞ্জুর করেন বিচারক।

হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছকে জেলা কারাগার থেকে আদালতে নেওয়া হলে তার দলীয় সমর্থকরা সেখানে ভিড় করেন।

জানা গেছে, হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের মামলায় সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান জিকে গউছ। আদালত থেকে গুলশানের বাসায় ফেরার পথে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সে সময় ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছিল।

এরপর সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরকে হত্যা ষড়যন্ত্রের মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। জিকে গউছ আওয়ামী লীগের এই দুই নেতাকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেছিলেন অভিযোগ করে ২০১৫ সালের ২৮ আগস্ট হবিগঞ্জ সদর মডেল থানায় তার বিরুদ্ধে মামলা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়